একুশে ডিসেম্বর

একুশে ডিসেম্বর

তোমার হাতটা ধরলে আরো নির্জন হয়ে যাই...
তোমার দিকে তাকালে আরই নীরব...
থেমে যায় চেনা শব্দের ঠোকাঠুকি 
শহরের যত চেতনানাশক দুর্বল হয়ে পড়ে
টুকরো রুমালে খুঁজে পাই সামিয়ানা
মুছে যায় পোড়া নাগরিক ঘাম,সামাজিক উপহাস 
এভাবেই আমি তোমার সঙ্গে সঙ্গে  নিজের ছায়ার বিপ্রতীপে দাঁড়াই...

চোখ ছুঁয়ে গেলে চিবুকের পাদদেশ, 
নির্ভার এক পালকের মতো উড়ি,
দেহ থেকে সব আভরণ হয় আলগা
অসন্তোষের ওজন নামতে থাকে...
বহুদিন পরে স্বাভাবিক ঘুম আসে...
ঘুমের ভিতর প্রত্যেক রাতই একুশে ডিসেম্বর...

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait