আশ্রয়

আশ্রয়

আমার বিদগ্ধ বিকেলের অস্তগামী সব ঋণ
জমা রেখে যাবো তোর কাছে,
স্মৃতিরা নিবিড় আঘাত মুছে-
আবারও স্বপ্ন বোনে
হৃদয়ের আনাচে-কানাচে ।

তোর শান্ত পায়ের কাছে মন্ত্রমুগ্ধ স্থির,
স্নায়ুতন্ত্রেরা নতজানু,
সাধ হয় আরেকটু বাঁচি-

যেন যুগান্তরের পার মগ্ন-মৌনতায়
আকন্ঠ তোকে ছু্ঁয়ে আছি।

কুয়াশা জমানো কাঁচে সময়ের মায়াজাল
জানি এসেছিলে… যেন তবু আসো নি
হাতড়াই নাই পাই নরম আলো আড়াল
ভাঙনকালে কেন কাছে ডাকোনি?

রাত নামে… ভালোবাসা জাতিস্মর নাম নেয়
নিঃশ্বাসে তোর মিঠে কারুকাজ
আরো একবার ছুঁতে চাই মৃত্যুর সীমানায়
তোর তীব্র ক্ষতের সুগভীর খাঁজ।

ADVERTISEMENT
Swades Times Book
তোর জীবনকে ভালবাসি,আজও দেখি তোর দুচোখেই
বড় বেশি প্রয়োজন, প্রিয় দুটি মানুষের
নীল অবসরে কাছাকাছি বসবার-

লাজুক চিবুকে সোহাগ ফুল… যেন স্বর্গের পারিজাত,
প্রেম ডাল-ভাতে আমাদের সংসার।

হাতের উল্টো পিঠ মুছে নেয় অভিমান
হয় পলাতকা ভয় সব হারাবার-
একটা গোটা জীবন কম পরে যায় তবু
দুটো মানুষের শান্তির নীড় বাঁধবার।


0 comments

Saurav Chakraborty

Saurav Chakraborty

Shared publicly - 19th Aug, 21 03:09 am

মন ভালো করা কবিতা।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait