এসো মা লক্ষ্মী! লক্ষ্মী বন্দনায় সেলেবরা

এসো মা লক্ষ্মী! লক্ষ্মী বন্দনায় সেলেবরা

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে-ঘরে অনুষ্ঠিত হল ধনং দেবীর আরাধনা। ১৯-২০ অক্টোবর, এই দুই দিন মিলিয়ে এবারের লক্ষ্মী পুজো পালন করা হচ্ছে। কোজাগরী আরাধনার সেভাবেই তিথি পড়েছে এবার। অনেকে ১৯শে পুজো সেরে ফেলেছেন। অনেকেই করছেন ২০তে। ঠিক যেমন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় লক্ষ্মী পুজো সেরে ফেলেছেন ১৯ তারিখ সন্ধ্যাতেই। পল্লবীর লক্ষ্মী পুজোর উল্লেখযোগ্য বিষয় তাঁর ঠাকুর সাজানোর ধরন। মা লক্ষ্মীর বিগ্রহের ঠিক নীচেই মায়ের ছবি রাখেন তিনি। ছবিটি হঠাৎ দেখলেই মনে হবে লক্ষ্মী পুজোয় নিজের মাকেই পুজো করেন তিনি। পল্লবী বলেছেন, “মা-ই আমার জীবনে দেখা লক্ষ্মী। দু’হাতে সংসার আগলেছেন। আমাকে ও আমার দাদাকে (অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) বড় করেছেন তিনি। অনেক আত্মত্যাগ আছে মায়ের। তাই প্রতি বছরই লক্ষ্মী দেবীর আরাধনা করার সময় মায়ের ছবি রাখি আসনে। মা-ই তো আসল লক্ষ্মী।” 

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

অন্যদিকে  কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতেছেন সকলে। ব্যতিক্রম নন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও। প্রতি বছর নিজে হাতে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অর্পিতা। নিষ্ঠাভরে লক্ষ্মীদেবীর আরাধনা করেন তিনি। সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় অর্পিতার বাড়িতে। নিজে হাতে ভোগ রান্না করেন অভিনেত্রী। এরপর চলে ঠাকুর সাজানোর পালা। ফুল দিয়ে আল্পনা এঁকে নিজেই আসন সাজান অর্পিতা। 

পরনে শাড়ি, সোনার গয়নায় লক্ষ্মী সাজে মিমি চক্রবর্তী। বাড়িতে মা লক্ষ্মীর আরাধনায় নায়িকা। লক্ষ্মীপুজো অপরাজিতা আঢ্যর কাছে বরাবরই স্পেশ্যাল। লালপাড় সাদা শাড়িতে মায়ের পুজোয় অভিনেত্রী। নিজের হাতেই ঠাকুরের রঙ করা থেকে ভোগ রান্না সবই নিজেই করেন অপরাজিতা। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম পুজো দেবলীনার। মহানায়কের নাত-বৌমা হিসেবে লক্ষ্মীবরণ দেবলীনার। 

অন্যদিকে লক্ষ্মী পুজোর দিন দুর্গা পুজোর থ্রো ব্যাক ছবি শেয়ার করলেন স্বস্তিকা। প্রিয়জনের আমন্ত্রণে বোন অজোপা ও মেয়ে অন্বেষার সঙ্গে গিয়েছিলেন বাড়ির পুজোয়। সকলে পরেছিলেন শাড়ি। স্বস্তিকার পরনে ছিল সাদা শাড়ি, বোন অজোপা পরেছিলেন মাল্টি কালার শাড়ি।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait