৪ ফেব্রুয়ারি, ২০২২! একই দিনে পেক্ষাগৃহ কাঁপাবে একাধিক ছবি

 ৪ ফেব্রুয়ারি, ২০২২! একই দিনে পেক্ষাগৃহ কাঁপাবে একাধিক ছবি

বিনোদন ডেস্ক: অতিমারির ধাক্কা সবে সামলে উঠছে বিনোদন জগত। দর্শকরা ফের একটু একটু করে হলমুখী। তার মধ্যেই একই দিনে তিন তিনটে নতুন ছবি মুক্তির অপেক্ষা!  ৪ ফেব্রুয়ারি, ২০২২। ওই দিনই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের 'এক্স ইক্যুয়ালস টু প্রেম', অরিত্র মুখোপাধ্যায়ের 'বাবা বেবি ও' এবং রাজকুমার রাও-ভূমি পেডনেকরের ‘বধাই দো’। মঙ্গলবারই তাদের ২০২২-এর সিনে ক্যালেন্ডার ঘোষণা করেছে উইন্ডোজ প্রোডাকশন। প্রযোজনা সংস্থার চারটি ছবির একটি, ‘বাবা বেবি ও’ ৪ তারিখেই মুক্তি পাবে বাকি দু’টি ছবির সঙ্গে। কোনটা ছেড়ে কোনটা দেখবেন দর্শকরা? তাই নিয়ে বাড়ছে জল্পনা। 

সিনে মহলের একাংশের দাবি, জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের ছবি নিয়ে দর্শকদের আলাদা আগ্রহ থাকেই। সেখানে নামীদামি অভিনেতা থাকুন বা না থাকুন। নতুন ছবিতে সৃজিত দর্শকদের উপহার দিচ্ছেন অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাককে। এই প্রজন্মের প্রেম উপস্থাপিত হবে দু'জোড়া যুগলের হাত ধরে।তুখোড় অভিনেতা হিসেবে রাজকুমার রাও বরাবর প্রথম সারিতে। তাঁরও নিজস্ব দর্শক-অনুরাগী রয়েছেন। তার উপরে সদ্য প্রিয় বান্ধবীকে বিয়ে করেছেন অভিনেতা। ফলে, রাজকুমারের দিকেই ঝুঁকে তাঁর গোটা রাজপাট। আকর্ষণও অপ্রতিরোধ্য। ‘বধাই দো’ ছবিতে তাঁর যোগ্য সহ-অভিনেতা ভূমি পেডনেকর। তিনিও সু-অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই দর্শকমহলে বন্দিত। জুটি হিসেবে প্রথম ছবিতেই রাজকুমার এবং ভূমি একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করছেন।  

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

বাকি রইল ‘বাবা বেবি ও’। উইনডোজ প্রোডাকশনের ছবি মানেই বাংলা ও বাঙালির ঘরের গল্প বড় পর্দায় ধরা পড়ে। সঙ্গে থাকে এক মুঠো চমক। এই ছবিতেও তার কমতি নেই। এই প্রথম জুটি বাঁধছেন যিশু সেনগুপ্ত-শোলাঙ্কি রায়। তার উপরে পর্দায় যিশু যমজ সন্তানের অবিবাহিত বাবা। এ ছাড়া, পরিচালক অরিত্র তাঁর প্রথম ছবি ‘গোত্র’ থেকেই দর্শক এবং সমালোচকের কাছে প্রশংসিত। ফলে, এ ছবি ঘিরেও প্রত্যাশা প্রচুর।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait