বৈদূর্য্য সরকারের কবিতা ‘মহামারণের কালে’

বৈদূর্য্য সরকারের কবিতা ‘মহামারণের কালে’

মহামারণের কালে

চৈত্র বলে গেল,  আমাদের
মুখোশের দিন এসে গেছে…

যতদূরে গ্রীষ্মের উত্তাপ 
ঠিক তত আরোগ্যের আশা ! 

গুজব আশ্রয়ে কবে থেকে
বন্ধ হয়ে গেল পাঠশালা। 

আগামী দেখবে কতজন,
রাজদণ্ড জানে না উত্তর। 

মহামারী নামধারী কারা
খুঁটে খাবে আমাদের প্রেম,         
অসময়ের ভালবাসায় ! 

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait