গা ছমছম করা থ্রিলার, ‘ইহুদি’ ভূতের তাণ্ডব নিয়ে আসছে ‘ডিবুক’

গা ছমছম করা থ্রিলার, ‘ইহুদি’ ভূতের তাণ্ডব নিয়ে আসছে ‘ডিবুক’

বিনোদন ডেস্ক: ছবির জগতে ভূত ব্যাপারটা সবসময় দারুণ ‘খায়’। এককথায় বলা যায়, পর্দায় ভূতের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। সে কথা মাথায় রেখেই ইমরান হাশমি এবং নীকিতা দত্তকে নিয়ে অলৌকিক জগতে পা রেখেছিলেন জয় কে। দেশি অশরীরীর কনসেপ্ট ভেঙে ‘ডিবুক’ ছবি ঝুঁকেছে ইহুদি পুরাণের দিকে। লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে মরিশাসকে। চিত্রনাট্যে নতুনত্ব বলতে এতটুকুই। বাকিটা বড়ই বস্তাপচা। ‘রাত’, ‘রাজ’, ‘১৯২০’-র মতো হরর ছবি দর্শকদের উপহার দিয়েছে বলিউড। ছবি শেষ হলেও গা ছমছমে একটা ব্যাপার থেকে গিয়েছিল। কিন্তু ডিবুকের গল্প যতই গড়ায়, ততই ছবিটি শেষ পর্যন্ত দেখার ইচ্ছে মরতে থাকবে আপনার।  গা ছমছমে পরিবেশ, ভয় ধরানো মিউজিক, শিহরণ জাগানো অলৌকিক ঘটনা। ভূতুড়ে ছবি দেখতে বসে এমন কিছু কনসেপ্টই মাথার মধ্যে ঘুরতে থাকে। তবে সেই একই বিষয়বস্তু পরিবেশনের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া যদি আনা যেতে পারে, দিনের শেষে সেই ছবিই বাজিমাত করে। আর এবার সেই অনুভূতিই আনতে চলেছে ‘ডিবুক’ ছবি। 

ADVERTISEMENT

 পৌরাণিক মতে, ইহুদিরা আত্মাকে বশে এনে একটি বাক্সে বন্দি করে রাখত। সেই বাক্সটিকেই বলা হয় ‘ডিবুক বক্স।’ আর একবার সেই বক্স কেউ খুললে আত্মাটিও ইহজগতে ফিরে আসে সর্বশক্তি নিয়ে। যা মারাত্মক ক্ষতি করে। ছবিতে ‘ডিবুক বক্স’টি খোলে নীকিতা ওরফে মাহি। আর তার শরীরেই প্রবেশ করে সেই অতৃপ্ত আত্মা। স্ত্রীকে বাঁচাতে গির্জার ফাদার এবং ভূত তাড়ানোর বিশেষজ্ঞদের সঙ্গে হাত মেলায় ইমরান ওরফে স্যাম ইসাক। তখনই নানা ভূতুড়ে কাণ্ডের সম্মুখীন হতে হয় তাদের। কিন্তু দর্শককে ভয় দেখানোর চেয়ে এখানে মাহির অসুস্থতাই বেশি প্রাধান্য পেয়ে গিয়েছে। শেষের টুইস্টটি আরও তালগোল পাকিয়ে দেয়। এতক্ষণ যা দেখছিলেন, তার কোনও হিসাবই মেলাতে পারবেন না। অনেক প্রশ্নের উত্তর না দিয়েই সিনেমা শেষ করেছেন পরিচালক। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait