তানসেনের চরিত্রে অজয় দেবগণ! ভিন রাজ্যে চলচ্চিত্র উৎসবে শিরোপা শ্রীলেখার

তানসেনের চরিত্রে অজয় দেবগণ! ভিন রাজ্যে চলচ্চিত্র উৎসবে শিরোপা শ্রীলেখার

বিনোদন ডেস্ক:  সঞ্জয় লীলা বনশালীর বহু চর্চিত ছবি Baiju Bawra। বার বার বদলেছে এই ছবির স্টার কাস্ট। এখন মোটামুটি স্থির হয়েছে নাম ভূমিকা অর্থাত্‌ বৈজু বাওরার চরিত্রে দেখা যাবে রণবীর সিং-কে । তাঁর বিপরীতে রয়েছেন আলিয়া ভাট । তবে এই ছবিতে রয়েছে আরও একটি ঐতিহাসিক চরিত্র- তানসেন। এতদিন কোনও কানাঘুষোও শোনা যায়নি তানসেনের চরিত্রে কাকে নেওয়ার কথা ভাবছেন । এবার পাওয়া গেল তার হদিশ। আপাতত যা হাওয়ায় ভাসছে, তানসেনের চরিত্রে দেখা যেতে পারে সঞ্জয়ের আরও এক প্রিয় অভিনেতা Ajay Devgn-কে। তবে এখনও নাকি অজয়ের সঙ্গে এই নিয়ে পাকা কথা হয়নি পরিচালকের। 

অন্যদিকে অভিনেত্রী Deepika Padukone-এর সঙ্গে জুটি বেঁধে পর পর ছবি করেছেন সঞ্জয়। সেই তালিকায় রয়েছে Ram Leela, Bajirao Mastani এবং Padmaavat। তবে তাঁর আগামী ছবি Baiju Bawra-তে মুখ্য চরিত্রে দেখা অভিনেতা রণবীর সিংকে দেখা গেলেও। শোনা যাচ্ছে রণবীরের বিপরীতে মিনা কুমারীর চরিত্রে পরিচালকের পছন্দ আলিয়াকে। অন্যদিকে, কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীরের বিপরীতে আলিয়াকে মেনে নিতে পারছেন না দীপিকা। তাঁর ইচ্ছা Baiju Bawra-তেও স্বামীর বিপরীতে তাঁকেই নেওয়া হোক। তাহলে কী দিন দিন স্বামী রণবীরকে নিয়ে পজেসিভ হয়ে উঠছেন দীপিকা। গাল্লি বয়’ ছবিতে আলিয়া-রণবীর জুটিকে মনে ধরেছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই এই জুটিকে ফের বড়পর্দায় একসঙ্গে দেখর চাহিদা রয়েছে দর্শকদের মধ্যে। সেটাকেই হয়তো কাজে লাগাতে চাইছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। কিন্তু, তাতেই বাধা দিচ্ছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন। সদ্য তিন বছরের বিবাহবার্ষিকী উদযাপন করল দীপবীর জুটি। এদিকে আলিয়ার সঙ্গে গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি ছবি করার পর থেকেই আলিয়াই এখন সঞ্জয়ের নয়নের মণি। তাই তিনি চাইছেন মীনা কুমারীর চরিত্রে দীপিকা নয়, আলিয়া থাকুন রণবীরের বিপরীতে। 

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

অন্যদিকে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সহ-অভিনেত্রীর সম্মান পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দিলেন আনন্দের খবর।  ‘নির্ভয়া’ সিনেমার জন্য এই পুরস্কার পেলেন শ্রীলেখা মিত্র। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবিতে সমাজসেবী নন্দিতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘নির্ভয়া’ সিনেমার গল্প ১৩ বছরের পিয়ালীকে (অভিনয়ে হিয়া) নিয়ে। গর্ণধর্ষণের শিকার হওয়ার পর কোমায় থাকা অবস্থায় গর্ভবতী হয় পিয়ালী। জ্ঞান ফেরার পর সন্তানের জন্ম না দেওয়ার অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয় সে। তখন থেকেই পিয়ালীর পাশে দাঁড়ায় নন্দিতা। এই নন্দিতার চরিত্র ক্যামেরার সামনে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলার জন্য তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে জনপ্রিয়তার নিরিখে সেরা সহ-অভিনেত্রীর শিরোপা পেয়েছেন শ্রীলেখা মিত্র ।

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait