এবার হলিউডে ‘রাজ-সিমরন’ জুটি

এবার হলিউডে ‘রাজ-সিমরন’ জুটি

যে ছবির হাত ধরে ২৬ বছর পেরিয়েও দর্শক-মনে গেঁথে থাকবে ‘রাজ-সিমরন’ জুটি। যে ছবির হাত ধরে আড়াই দশক পেরিয়েও প্রেমের প্রতীক হয়ে থাকবেন শাহরুখ খান এবং কাজল।  সিমরনের প্রেমের টানে সুদূর লন্ডন  থেকে পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল রাজ। হলুদ ফুলে ভরা সর্ষের ক্ষেতে প্রেমিকার জন্য বাহু প্রসারিত করেছিল। এক হাতে ছিল ম্যান্ডোলিন, অন্য হাতে টুপি। দৌড়ে এসে প্রেমিকের বুকে নিজেকে সঁপে দিয়েছিল সিমরন। এভাবেই সৃষ্টি হয়েছিল রুপোলি পর্দার রোম্যান্টিক ইতিহাস। শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ওরফে ‘ডিডিএলজে’-র হাত ধরেই পরিচালনার দুনিয়ায় পা রেখেছিলেন আদিত্য। ছবি মুক্তির পর থেকে ২৬ বছর পেরিয়ে মুম্বইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে এখনও চলছে তার প্রদর্শন। তবু ‘ডিডিএলজে’ ঘিরে হলিউডি স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল আদিত্যর। শৈশব থেকে হলিউড ছবি দেখে প্রভাবিত হলেও বলিউডের গণ্ডি পেরিয়ে পৌঁছতে পারেননি সেখানে। এত কাল বাদে হতে চলেছে ইচ্ছে পূরণ। 

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

২০ অক্টোবর ‘দিলওয়ালে দুলহনিয়ে লে জায়েঙ্গে’র ২৬ বছর পূর্ণ হয়েছে।  ঠিক তারপরই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে সুখবর জানানো হয়। DDLJ অবলম্বনে তৈরি করা হবে ব্রডওয়ে মিউক্যাল ড্রামা। যার নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ- দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। আমেরিকার থিয়েটারের মক্কা ব্রডওয়ে থিয়েটার বা ব্রডওয়ে-কে  বলা যেতেই পারে। যেখানে অন্তত ৪১ পেশাদার মঞ্চ সমেত প্রেক্ষাগৃহ রয়েছে। প্রত্যেকটি প্রেক্ষাগৃহে রয়েছে ৫০০ বা তাঁর বেশি আসন।  যেখানে পারফর্ম করতে পারা যেকোনও অভিনেতা বা পরিচালকের কাছে সম্মানের। তবে বড় পর্দা নয়, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নিয়ে ব্রডওয়ে মিউজিক্যাল তৈরি করতে চলেছেন প্রয়াত যশ চোপড়ার পুত্র। নাম হবে ‘কাম ফল ইন লভ — দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। প্রযোজনার দায়িত্বে যশরাজ ফিল্মস। এই নতুন সংস্করণে এক আমেরিকান যুবকের সঙ্গে ভারতীয় মেয়ের প্রেমের গল্প ফুটিয়ে তুলবেন আদিত্য। বিশ্ব-দরবারে দুই সংস্কৃতির মেলবন্ধনের ছবি আঁকবেন তিনি। তিন বছর ধরে পরিকল্পনা চলেছে এই ইংরেজি ভাষায় মিউজিক্যালের। 


ডিডিএলজে মিউজিক্যাল’-এর চিত্রনাট্য ও গানের কথা লিখছেন আমেরিকার নেল বেঞ্জামিন। সংগীত পরিচালনা করবেন বলিউডের বিশাল-শেখর জুটি।  শ্রুতি মার্চেন্ট ও এমি পুরস্কারজয়ী রব অ্যাশফোর্ড মিউজিক্যালের কোরিওগ্রাফি করবেন।  অভিনেতা-অভিনেত্রীদের বাছবেন হলিউডের ডানকান স্টুয়ার্টের টিম ও বলিউডের শানু শর্মা। ২০২২ সালের সেপ্টেম্বরে সান দিয়েগোর ওল্ড গ্লোব থিয়েটারে দেখা যাবে ‘দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। পরিচালকের কথায়, “আমার ভয়ও করছে। আবার আনন্দও হচ্ছে। বরাবরই ছবি তৈরি করেছি। জীবনে কখনও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু লক্ষ্য পূরণের আপ্রাণ চেষ্টা করছি। একটি অসাধারণ দলের সঙ্গে কাজ করছি। তার ফলে আমার আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে অনেকখানি।”


 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait