ফিল্ম রিভিউ – জ্যেষ্ঠপুত্র

ফিল্ম রিভিউ – জ্যেষ্ঠপুত্র

পরিচালক : কৌশিক গাঙ্গুলী

অভিনয়ে: প্রসেনজিৎ, ঋত্বিক,সুদীপ্তা,গার্গী প্রমুখ।

ঋতুপর্ণ ঘোষের মূল ভাবনা কে সঙ্গী করে পরিচালক কৌশিক গাঙ্গুলী র সাম্প্রতিকতম নতুন সিনেমা জ্যেষ্ঠ পুত্র।

দুই ভাইয়ের গল্প। সম্পর্কের টানাপোড়েনের গল্প মূলতঃ। দাদা ইন্দ্রজিৎ সুপারস্টার আর ভাই পার্থ নাট্য শিল্পী, ছোটখাটো চাকরি করে। দেশের বাড়িতে থাকে। বাবার মৃত্যুর খবর পেয়ে সুপারস্টার জ্যেষ্ঠ পুত্র হেলিকপ্টারে উড়ে আসে, কিন্তু তার নায়কোচিত গ্ল্যামার, তার উপস্থিতিতে শোকের বাড়ির আবহাওয়া বদলাতে থাকে, তার গুণমুগ্ধ দর্শকরা তাকে ঘিরে থাকতে চায়। বাড়ির বড় ছেলে হয়েও জ্যেষ্ঠ পুত্রের কোনো দায়িত্ব সে পালন করতে পারে না। সেই নিয়ে যে কষ্ট, মানসিক ভারসাম্যহীন বোনের প্রতি স্নেহ এত সুন্দর ফুটিয়েছেন প্রসেনজিৎ যে চোখে জল চলে আসে বারবার।

ADVERTISEMENT

দাদা কে নিয়ে এই মাতামাতি দেখে, অসন্তোষ আর বিরক্তিতে ছোটভাই দাদা কে ফিরিয়ে দেয় শ্রাদ্ধের আগের রাতে। সময়ের আড়ালে লুকিয়ে থাকা ক্ষোভ সময়ের অবকাশ পেয়ে প্রকট হয়ে ধরা দেয়। সুপারস্টারের ইমেজের ভেতরে বাড়ির বড়ছেলে, বড় দাদার ইমোশন চাপা পড়ে বারবার। সুপারস্টাররা তো “Larger than Life”, তাই সেই খোলস নিয়ে সে কাটায় তিন দিন। অসাধারণ অভিনয় প্রসেনজিৎ এর, অভিব্যক্তি আর সংলাপে। দেখিয়েছেও বড় ভালো। কোনো অতীত ভ্রমণ নেই এই ছবি তে।

ঋত্বিকের অভিনয় নিয়ে কিছু বলার সাহস আমার নেই। নগরকীর্তনের পর আবার মুগ্ধ হলাম ওনার অভিনয়ের সাবলীলতায়। শুধু দেখে যেতে হয় ওনার চরিত্রায়ণ। ছবির শেষে দাদা কে সে জানায় বড় হলেই জ্যেষ্ঠ পুত্র হওয়া যায়না, সন্তান হয়ে উঠতে হয়, সিনেমার ওই মুহূর্তটি সব থেকে আবেদনময় লাগে আমার।

বোনের চরিত্রে সুদীপ্তা অপ্রকৃতিস্থ ইলার রূপ এত ভালো ফুটিয়েছেন, ওনার জীবনের শ্রেষ্ঠ অভিনয় হয়ে রয়ে যাবে এই ছবি।


গ্রামের স্কুলের শিক্ষিকা গার্গী, একসময় সুপারস্টারের খুব কাছের মানুষ, যাকে ফেলে রূপালী পর্দার নেশায় চলে যায় ইন্দ্রজিৎ। খুব যথাযথ সুন্দর অভিনয়। “আমার প্রানের পরে চলে গেল কে” রবীন্দ্রসংগীত এক অন্য মাত্রা যোগ করেছে সিনেমায়।

সবশেষে পরিচালক কৌশিকের নির্দেশনা , সংলাপ প্রশংসার অতিরিক্ত। উনি কোনোদিন ই আমাদের হতাশ করেন নি, আজ ও করলেন না।
প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের সংগীত বেশ ভালো। শীর্ষ রায়ের চিত্রগ্রহণ বলার অপেক্ষা রাখে না। ইলার বাড়ি থেকে বেরিয়ে পুকুর ধারে মালা গাঁথার দৃশ্য এবং তারপর ই নির্জনতা ভরে যায় ভক্তদের ভীড়ে, হঠাৎ যেন চমক লাগে। সব মিলিয়ে ভালো লাগার মত একটি ছবি।


0 comments

Illora Chattopadhyay

Illora Chattopadhyay

জন্মসূত্রে বড় হওয়া উত্তরপাড়ায়। সংস্কৃত সাহিত্যে এম.এ পাশ করার পর ১৫ বছর হুগলী জেলার একটি গ্রামীন আধাসরকারি স্কুলে শিক্ষকতা । সংস্কৃত নিয়ে পড়াশোনা করলেও প্রিয় বিষয় বাংলা। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা চিরকালীন। মাঝে কিছুদিন পত্র পত্রিকায় বইয়ের রিভিউ লেখা। তারপর দীর্ঘদিনের বিরতি। প্রাণের টানে আবারও ফিরে আসা সাহিত্যের প্রাঙ্গণে। তবে এবারে শুধু আর পুস্তক আলোচনা নয়, তার সঙ্গে মৌলিক লেখালেখির শুরু। মূলত সোশাল মিডিয়ায়। তারপর থেকে বিভিন্ন ওয়েবম্যাগ, কাগজের পত্রপত্রিকাতে নিয়মিত লিখে চলা।যদিও নিজেকে লেখক নয়, পাঠক মনে করতেই স্বচ্ছন্দ বোধ করি।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait