পরিযায়ী

পরিযায়ী

আমার দেশ ভারতবর্ষ, এই দেশ আমার জন্মভূমি। এই দেশে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বর্ণ, ভাষা বিভিন্ন। তবু দেশের মানুষ কাজের প্রয়োজনে নিজের জন্য,পরিবার এর জন্য রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যায়। নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজে নিযুক্ত হয়, কঠোর শ্রম এর বিনিময়ে রোজগার করে, নিজের ও পরিবারের ভরণ পোষণ করে। কিন্তু তারা সবাই ভারতের নাগরিক, তারা ভারতের সংবিধান রক্ষা করে। দেশের স্বাধীনতা দিবস পালন করে। একেক জন মানুষের খাবার, পোশাক, আচার আচরন স্বভাব আলাদা।

কিন্তু তাদের সবার সমস্যা এক জায়গাতে। তারা তাদের জীবনধারণের তাগিদে নিজের পরিবার থেকে বিছিন্ন হয়ে জীবনযাপনে বাধ্য হয়। কোনো মা হয়তো ছেলের জন্য অপেক্ষা করে পথ চেয়ে বসে আছেন, কেউ আবার বাবার কাছে আবদার মেটানোর জন্য অপেক্ষা করছে। কারোর সহধর্মিণী হয়তো দিন গুনছেন কবে সে ফিরবে। তাদের ডিগ্রী শিক্ষা থাকুক আর না থাকুক তাদের ও একটা মন আছে।

ADVERTISEMENT
Swades Times Book

হা! তাদের নাম পরিযায়ী শ্রমিক। করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী গ্রাস করেছে, তার থেকে মুক্তি নেই ভারতবর্ষের জনগনের। কিন্তু যে বা যারা নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পরেছে, কর্মহীন অবস্থায়, বিনা রোজগার পরিবার থেকে বহু দুর ঘরে ফেরার দিন গুনছে – তাদের কথা বলবে কে? যাদের এই সংকটজনক পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের মন বুঝবে কে? পরিযায়ী বিহঙ্গ আজ মুক্ত আকাশে পাখা মেলে যত্রতত্র বিচরণ করতে পারলেও, পরিযায়ী মানুষগুলো আজ ভাগ্যের বিরম্বনায় এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়ে ভিনরাজ্যে বন্দী দশায় দিন যাপন করছে। তাদের জন্য আমার পূর্ণ সহানুভূতি এই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র।

 
 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait