জন্মদিনে দর্শকদের উপহার জিৎ-এর, প্রকাশ্যে  ‘রাবণ’-এর টিজার

জন্মদিনে দর্শকদের উপহার জিৎ-এর, প্রকাশ্যে ‘রাবণ’-এর টিজার

বিনোদন ডেস্ক: হাত ভর্তি ট্যাটু। এক মুখ দাড়ি-গোঁফ। বাঁ দিকের ভ্রূ-তে গভীর কাটা দাগ। বাঁ চোখের মণিও টকটকে লাল! ঠোঁটে ক্রুর হাসি। কালো পোশাকে অভিনেতা যেন বীভৎসতার প্রতিমূর্তি। হাতে ভারী, ধারালো অস্ত্র।  প্রকাশ্যে জিৎ অভিনীত ছবি  ‘রাবণ’-এর টিজার। এই প্রথম প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রয়েছে রহস্য রোমাঞ্চ। ধোঁয়া আর অন্ধকার ভেদ করে আলোর মুখোমুখি রাবণ!‘রাবণ’ ছবির পরিচালনায় রয়েছেন এম এন রাজ। ছবির প্রযোজনায় রয়েছেন জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি। নিবেদনে রয়েছে জিৎ ফিল্ম ওয়ার্কস। এই ছবিতে প্রথম বারের জন্যে জিতের বিপরীতে দেখা যেতে চলেছে তনুশ্রী চক্রবর্তীকে। ছবিতে তিনি পুলিশ আধিকারিক। এ ছাড়াও, থাকছেন নতুন মুখ লহমা ভট্টাচার্য। টিজার জানিয়েছে, ২০২২-এর ইদে  মুক্তি পাবে ‘রাবণ’। 

ADVERTISEMENT

গতকালই ছিল টলিউডের সুপারস্টার জিতের জন্মদিন। আর নিজের জন্মদিনের দিনই ভক্তদের জন্যে নিজের ছবির প্রথম ঝলক উপহার দিলেন অভিনেতা। নিজের ‘রাবণ’ লুক আগেই প্রকাশ করেছিলেন জিৎ।  এখনও ছবির শুটিং চলছে। তবে জন্মদিন বলেই টিজার প্রকাশ করে দিলেন। সকাল থেকেই চলছে সেলিব্রেশন। জন্মদিন উপলক্ষ্যেই সোশ্যাল মিডিয়ায়  লাইভ সেশন করেছিলেন জিৎ। অনুরাগীদের সঙ্গে যে কোনও প্রশ্ন করার সুযোগ দেন অভিনেতা। সেখানেই জানিয়েছিলেন, ‘রাবণ’ ছবির টিজার প্রকাশ করবেন। তাও আবার ‘রিটার্ন গিফট’ হিসেবে।  সেই কথা রেখেই টিজার প্রকাশ করেন অভিনেতা। জিৎ ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশে লেখেন, ‘জন্মদিনের ফেরৎ উপহার।’। ছবির টিজার দেখেই মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা। এখন ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন জিৎ অনুরাগীরা। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অন্যরকম চরিত্রে অভিনয় করার খিদেও জিতের মধ্যে রয়েছে। সেই তাগিদেই পাভেল পরিচালিত ‘অসুর’ ছবিতে অভিনয় করেন তিনি। বর্তমানের প্রেক্ষাপটেই সাজানো হয়েছিল ‘অসুর’ ছবির চিত্রনাট্য। এম এন টিজার দেখে মনে হচ্ছে, ‘রাবণ’ ছবির ক্ষেত্রেও তা হতে চলেছে। নামটি রূপক হিসেবে ব্যবহৃত হতে চলেছে। 

দশমী’ অর্থাৎ রাবণ বধের দিন নতুন ছবির কথা প্রথম ঘোষণা করেছিলেন জিৎ। পাভেলের ‘অসুর’-এর পর ফের অন্য চেহারায় এই ছবিতে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি। টলিউডের খবর অনুযায়ী, একটি দক্ষিণী ছবির বাংলা রূপান্তর এটি। ছবির নাম দর্শকদের মনে করিয়ে দিয়েছে ২০১০-এ মণিরত্নমের ছবি ‘রাবণ’-এর কথা। ওই ছবিতে রাবণ হিসেবে ছিলেন অভিষেক বচ্চন, সীতা হয়েছিলেন ঐশ্বর্য রাই।

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait