রুদ্রবীণার অভিশাপে’র ট্রেলার মুক্তি, ২৪ ডিসেম্বর থেকে হইচইতে স্ট্রিম

রুদ্রবীণার অভিশাপে’র ট্রেলার মুক্তি, ২৪ ডিসেম্বর থেকে হইচইতে স্ট্রিম

বিনোদন ডেস্ক: রুদ্রবীণার অভিশাপে’র ট্রেলার মুক্তি পেল মঙ্গলবার। হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’। ২০২০-তে মুক্তিপ্রাপ্ত সিরিজটির 'স্পিন অফ' এই সিরিজ। ‘তানসেনের তানপুরা’র মুখ্য চরিত্র আলাপ ও শ্রুতিকে নিয়ে সিরিজপ্রেমীদের চাহিদায় আসছে ‘রুদ্রবীণার অভিশাপ’।

তবে সৌমিক চট্টোপাধ্যায়ের পরিবর্তে এই ওয়েব সিরিজের পরিচালনায় আছেন জয়দীপ মুখার্জী। সিরিজটির বিশেষত্ব ছিল সঙ্গীত নিয়ে বিস্তারিত গবেষণা ও আবহ সঙ্গীতের চমকপ্রদ ব্যবহার। সঙ্গীতপ্রেমীদের কাছে গানের জগৎ, কিংবদন্তী তান্ সেন, সেতার, তানপুরা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের যে বিশদ বিবরণ রয়েছে তা এক অনন্য পাওনা। সঙ্গীত জগতের খুটিনাটি ও তার মাঝে রহস্যরোমাঞ্চের চোরাগলিতে আলাপ ও শ্রু্তির অবাধ বিচরণ রীতিমত চমকপ্রদ।

‘রুদ্রবীণার অভিশাপে’র দুই মিনিটের ট্রেলারটিতেও ঠিক একই ফ্লেভারকে মিশিয়েছেন জয়দীপ মুখার্জী। সৌগত বসুর লেখনীতে এবারও একইরকম মোচড় রয়েছে। গান নিয়ে গবেষনা, বাদ্যযন্ত্রের বোল, আলাপ শ্রুতির পাশে এবার আসছে আরও কিছু চরিত্র। ছোটপর্দার রাসমনি দিতিপ্রিয়া থাকছে এই সিরিজে, চরিত্রের নাম সাজ। আর থাকছেন ‘রহস্যরোমাঞ্চ’ সিরিজ খ্যাত সৌরভ দাস। সিরিজে তার চরিত্রের নাম নাদ।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

এছাড়া এই সিরিজে গুরুমার (মধুবন্তী) চরিত্রে জয়তী ভাটিয়ার পরিবর্তে এবার থাকছেন শ্রীলেখা মিত্র। ২৪ ডিসেম্বর থেকে হইচইতে স্ট্রিম হবে সিরিজটি।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait