অপেক্ষার অবসান, সাতপাকে ভিক্যাট

অপেক্ষার অবসান, সাতপাকে ভিক্যাট

বিনোদন ডেস্ক: মধুরো সমাপয়ে। কড়া নিরাপত্তার মাঝে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের সময় লাল লহেঙ্গাতে দেখা গেল ক্যাটরিনাকে। আর অন্যদিকে ভিকির শেরওয়ানিতে ছিল উজ্জ্বল রুপোলি রঙের ছোঁয়া। রাজকীয়ভাবে বিয়ে সম্পন্ন হল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। তারকা জুটির বিয়ের ছবি দেখতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে বিয়ের কোনও ছবি যাতে প্রকাশ্যে না আসে, সেই ব্যবস্থায় কোনও খামতি রাখেনি এই তারকা জুটি। তবে শেষ রক্ষা হল না। লুকিয়ে রাখার চেষ্টা চললেও জনসমক্ষে এসেই গেল ভিক্যাটের বিয়ে-পরবর্তী ছবি। রাজস্থানের বিলাসবহুল দুর্গের বারান্দায় দেখা গেল নবদম্পতির ঝলক।

বৃহস্পতিবার গোধুলির আলো রাজস্থানের আকাশে ছড়িয়ে পড়তেই সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে ভিকি কৌশলের গলায় মালা দিলেন ক্যাটরিনা কাইফ । এদিন সকাল থেকেই রিসর্টে ছিল তুমুল ব্যস্ততা। শোনা গিয়েছে, সিনেমার কায়দায় ছাদনাতলায় এন্ট্রি নিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সেই ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই ছবি সামনে এল। আতশবাজির মাঝেই বিয়ের পোশাকে নজর কাড়লেন বলিউডের এই হট কাপল। বিয়েতে ক্যাটরিনা কাইফ সেজেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজে। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে আছেন ভিকি। বাজির আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা দুর্গ। নীচে অতিথিদের ভিড়। আর সেই দুর্গের বারান্দায় দেখা গিয়েছে তারকা নবদম্পতিকে। রিসর্টের লনে তৈরি হয়েছিল কাচের মণ্ডপ। এই মণ্ডপেই মালাবদল করেছেন ভিকি ও ক্যাট। জানা গিয়েছে, সন্ধে ৬ নাগাদ গোধুলি লগ্নে শুভদৃষ্টি সারলেন ভিক্যাট।  বিয়ের পরই মাধোপুরের চৌথ মাতার মন্দিরে ভিকিকে সঙ্গে নিয়ে মাতার দর্শনে যাবেন ক্যাটরিনা। পুজোও দেবেন মন্দিরে । ভিকি ও ক্যাটরিনা যে রিসর্টে বিয়ে করছেন, তার ঠিক উলটো দিকের পাহাড়েই রয়েছে চৌথ মাতার মন্দির। প্রচলিত রয়েছে, বিয়ের পর এই মন্দিরে নব দম্পতিরা মাতার দর্শন করলে, তাঁদের সংসার সুখের হয়ে ওঠে। জানা গিয়েছে, বিয়ের তারিখ ঠিক হওয়ার আগেই নাকি একথা কানে এসেছিল ক্যাটের। আর তাই ক্যাটের ইচ্ছে, বিয়ের পর ভিকিকে সঙ্গে নিয়ে এই মন্দিরে গিয়ে মাতার দর্শন করবেন তিনি।

ADVERTISEMENT
Swades Times Book

ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের বিয়েতে অতিথি আপ্যায়নের জন্য এলাহি আয়োজন। শোনা যাচ্ছে, যোধপুরের এক নামী দোকান থেকে ৮০ কেজি ওজনের ১০ ধরনের মিষ্টি আনানো হয়েছে। মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টির আয়োজন করা হয়েছে ‘ভিক্যাট’-এর অতিথিদের জন্য। এরই সঙ্গে ১০০টি করে শিঙারা এবং ধোকলা আনা হয়েছে। ভিকি-ক্যাটরিনার গায়ের হলুদের অনুষ্ঠানেও জলখাবারে ছিল এই দুই পদ। তার সঙ্গেই ছিল রাজস্থানের বিখ্যাত কচুরি। ভিকি-ক্যাটরিনার বিয়েতে পেটপুজোর রাজকীয় আয়োজন। কাবাব, মাছের থালি থেকে রাজস্থানি ডাল বাটি চুরমা, ১৫ রকমের ডাল— তালিকা থেকে বাদ পড়ছে না কিছুই। বিদেশ থেকে আনানো হচ্ছে ফল-সবজি। বর-কনের জন্য পাঁচ তলা কেক। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait