এলএম-10 থেকে এবার কী এলএম-19 ?

এলএম-10 থেকে এবার কী এলএম-19 ?

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের বার্সার ইতিহাস সমাপ্ত করেছেন ফুটবলের রাজপুত্র। ছোট থেকে তাঁর বড় হয়ে ওঠা, কিংবা জুনিয়র ফুটবলার থেকে  বিশ্বের সেরা ফুটবলার হয়ে ওঠার জার্নিটা তিনি কাটিয়েছেন বার্সেলোনার জার্সিতেই। তবে এবার বিদায় বার্সা। শেষ সাংবাদিক সম্মেলনে চোখে জল ঝরে পড়ছিল লিওনেল মেসির। পিএসজিও সরকারি ভাবে মেসিকে দুই বছরের চুক্তি প্রস্তাব দিয়েছে। মেসির পক্ষ থেকে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। অর্থাৎ সই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন, পিএসজি-তে গেলে মেসিকে আর ১০ নম্বর জার্সিতে চেনা যাবে কি? পিএসজি-তে মেসি কত নম্বর জার্সি পরে খেলবেন, প্যারিসের সংবাদমাধ্যম তা ফাঁস করেছে। তাদের খবর অনুযায়ী, সেখানে মেসির গায়ে উঠবে ১৯ নম্বর জার্সি। ১০ নম্বর জার্সি নেমারের জন্যই থাকবে। ফলে আর হয়ত বলা যাবে না এলএম 10। ফুটবল জগতে এলএম টেন হিসেবেই পরিচিতি তাঁর। দশ নম্বর জার্সিতেই খেলছেন দীর্ঘদিন। অথচ পিএসজি-তে সই করলে সেই ‘পরিচয়’ই বদলে যেতে পারে মেসির!

ADVERTISEMENT

 তাহলে ঠিক কী কারণে বদলে যাচ্ছে আর্জেন্টাইন মহাতারকার জার্সি নম্বর? আসলে মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক কতটা ভাল, সেটা আর নতুন করে বলার প্রয়োজন হয় না। মেসির পিএসজিতে যাওয়ার একটা বড় কারণ হতে চলেছেন নেইমার। কোপা আমেরিকা  ফাইনালের পরও দেখা গিয়েছিল, মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন ব্রাজিলিয় পোস্টার বয়। আর পিএসিজতে নেইমারের জার্সি নম্বর হল ১০। তাই মনে করা হচ্ছে, মেসি নিজেই দশ নম্বর জার্সি চাইছেন না। তবে এটাও বলাবলি চলছে, নেইমার আবার নিজেও মেসিকে সম্মান জানানোর জন্য দশ নম্বর জার্সি ছেড়ে দিতে পারেন। আর কয়েক দিনের মধ্যেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য বার্সায় অভিষেকের পর প্রথম দু’ বছর মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। ২০০৬ সালে ফার্নান্ডো নাভারো বার্সা ছাড়ার পর থেকে মেসি ১৯ নম্বর জার্সি পরে খেলতে শুরু করেন। আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও শুরুর দিকে মেসির জার্সি নম্বর ছিল ১৯। ২০০৮ সালে রোনাল্ডিনহো বার্সেলোনা ছেড়ে এসি মিলানে চলে যাওয়ার পর থেকে মেসিই ১০ নম্বর জার্সির মালিক ছিলেন।

অন্যদিকে মেসিকে সই করানোর ব্যাপারে পিএসজির সঙ্গে বেশ কয়েকটা ক্লাবও লড়াইয়ে নেমে পড়েছে। তার মধ্যে রয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের দলটি দৌড়ে থাকলেও মেসির পিএসিজতে যাওয়া একরকম প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছে। বিদেশি মিডিয়ার খবর অনুযায়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে নাকি দু’বছরের চুক্তি করতে চলছে ফরাসি ক্লাব। মেসির সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে। 
 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait