জয়ের ধারা অব্যাহত সাম্বার, তবে জড়ালেন বিতর্কে

  জয়ের ধারা অব্যাহত সাম্বার, তবে জড়ালেন বিতর্কে

স্পোর্টস ডেস্ক: কোপায় ঘরের মাঠে নকআউট পর্বে ওঠা প্রায় আগেই নিশ্চিত করে ফেলেছিল নেইমাররা।  গ্রুপ শীর্ষে থেকে ৯ পয়েন্ট নিয়ে শেষ আটে ওঠার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। তারপরেও গ্রুপ পর্বের ম্যাচে গোল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল সাম্বা ফুটবলাররা। ২-১ গোলে ম্যাচ জিতে ছন্দ ধরে রাখল সাম্বা ফুটবল। রোবের্তো ফির্মিনো এবং ক্যাসেমিরোর গোলে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয় ব্রাজিল। কলম্বিয়ার হয়ে একটি গোল করেন লুইস দিয়াজ। প্রথম গোলটি কলম্বিয়া করলেও, গোল শোধ করে জিতে নেয় সাম্বা। এদিন প্রথম থেকেই বেশ জমজমাট ভাবেই চলছিল দুই দলের ফুটবল যুদ্ধ। ১০ মিনিটের মাথায় কলম্বিয়াকে এগিয়ে দেন দিয়াজ। পোর্তোর হয়ে খেলা আক্রমণভাগের এই ফুটবলার অসাধারণ দক্ষতায় ব্যাক ভলি করে বল জালে জড়িয়ে দেন।  কিছু করার ছিল না গোলরক্ষক ওয়েভারটনের। ৭৮ মিনিটে সেই গোল শোধ করেন ফির্মিনো। সেই গোল নিয়ে তৈরি হয় বিতর্ক। নেমারের গোলমুখি শট রেফারির পায়ে লেগে চলে আসে পরিবর্ত হিসাবে নামা রেনান লোদির কাছে। তাঁর ক্রস থেকে হেডে গোল করেন ফির্মিনো। রেফারির পায়ে বল লাগায় কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল কলম্বিয়া। সেই সুযোগেই গোল করে যায় ব্রাজিল। রেফারির কাছে তাই গোল বাতিল করার আবেদন জানান কুয়াদ্রাদোরা। কলম্বিয়ার গোলরক্ষক অস্পিনা রেফারিকে বোঝানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু লাভ হয়নি। হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। গোলের সিদ্ধান্তই দেন রেফারি।

ADVERTISEMENT

৯৮ মিনিটের মাথায় আসে জয়ের গোল। নেমারের কর্নার থেকে গোল করেন ক্যাসেমিরো। শুরু থেকে লড়াই করছিল কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে প্রচুর পাস খেলে বলের দখল নেন নেমাররা। তবে গোলের সামনে এসে খেই হারিয়ে ফেলছিলেন। সেই সময় ফির্মিনোর গোল অক্সিজেন দেয় তাদের। এই জয়ের ফলে ৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানই ধরে রাখল তিতের ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে কিছু ফুটবলারকে দেখে নেওয়ার চেষ্টা করছেন ব্রাজিল প্রশিক্ষক তিতে। আলিসন বা এদেরসন মোরেজের মতো গোলরক্ষক দলে থাকলেও তিনি নামিয়ে ছিলেন ওয়েভারটনকে। গত ম্যাচে পেরুকে হারানো ব্রাজিল দলের প্রথম একাদশের থেকে কলম্বিয়া ম্যাচে বেশ কিছু পরিবর্তন করেন তিতে। এ দিন তিনি প্রথম একাদশে নিয়ে এসেছিলেন গ্যাব্রিয়াল জেসুস, রিচার্লিসন, ক্যাসেমিরো, এভার্টন রিবেরিয়ো, মারকুইনাসের মতো ফুটবলারকে। নেইমারদের এই জয়ের পাশাপাশি পেরু ইকুয়েডরকে পরাস্ত করতে না পারায় এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপে শীর্ষস্থান দখল করে নক-আউট পর্বে নিজেদের স্থান পাকা করল ব্রাজিল। অপরদিক, ম্যাচ হারায় ঝুলে রইল কলম্বিয়ার ভাগ্য।


 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait