অলিম্পিক থেকে নাম প্রত্যাহার ফেডেরারের, অ্যাথলিটদের ভার্চুয়াল শুভেচ্ছা মোদির 

অলিম্পিক থেকে নাম প্রত্যাহার ফেডেরারের, অ্যাথলিটদের ভার্চুয়াল শুভেচ্ছা মোদির 

 

স্পোর্টস ডেস্ক: অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন রজার ফেডেরার। কোয়ার্টার ফাইনালে হারের পর জল্পনা শুরু হয় ফেডেরারের অবসর নেওয়া নিয়ে। হাঁটুর চোটের কথা জানিয়ে অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন সুইস তারকা। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেডেরারের রয়েছে অলিম্পিক্স পদকও। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন তিনি। হেরে গিয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ডি মারের বিরুদ্ধে। আর এ বছর অলিম্পিক থেকে নাদালের পর নিজের নাম প্রত্যাহার করলেন ফেডেরার। এদিন ফেডেরার বলেন,“ঘাসের কোর্টে খেলার সময় হাঁটুতে চোট লাগে। সেই কারণেই অলিম্পিক্স থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হলাম। আমি খুবই দুঃখিত। সুইৎজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি। তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি। গোটা সুইৎজারল্যান্ড দলকে শুভেচ্ছা। দূরে থাকলেও আমি তোমাদের পাশে আছি।”  উল্লেখ্য উইম্বলডনে হুবার্ট হুরকাজের কাছে স্ট্রেট সেটে হেরে গিয়েছিলেন ফেডেরার। শেষ সেটে হারতে হয় ০-৬ ব্যবধানে। বিধ্বস্ত ফেডেরার পরের বার উইম্বলডনে ফের নামবেন কি না সেই বিষয়েও কোনও নিশ্চয়তা দিতে পারছিলেন না তিনি। 

ADVERTISEMENT
Swades Times Book

অন্যদিকে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের ভার্চুয়ালি শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ জুলাই শুরু টোকিও অলিম্পিক। ১২৬ জনের ভারতীয় টিম পদকের খোঁজে নামবে টোকিওতে। ইতিমধ্যেই টোকিও পৌঁচ্ছে গিয়েছে ভারতীয় দল। অলিম্পিকের ইতিহাসের দিকে তাকালে, ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সবচেয়ে বেশি পদক এসেছিল দেশের। ৬টা পদক তো বটেই, এ বার মনে করা হচ্ছে দু’অঙ্কেও পৌঁছে যেতে পারে ভারতের অলিম্পিক পদক সংখ্যা। ভারতীয় অ্যাথলিটদের তাতাতে ভার্চুয়াল সভা করলেন মোদী। শুনলেন সানিয়া মির্জা, নীরজ চোপড়াদের ‘মন কী বাত’। প্রধানমন্ত্রীর ওই ঘরোয়া আড্ডায় আপ্লুত দীপিকা কুমারী, অচন্তা শরথকমলরাও। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait