'৮৩' মুক্তির আগে বিপত্তি, সামাজিক সমস্যার বাস্তব চিত্র ‘চণ্ডীগড় করে আশিকি’

'৮৩' মুক্তির আগে বিপত্তি, সামাজিক সমস্যার বাস্তব চিত্র ‘চণ্ডীগড় করে আশিকি’

বিনোদন ডেস্ক:  রণবীর সিং দীপিকা পাড়ুকোন অভিনীত '৮৩' মুক্তির আগে বিপাকে। ছবির প্রযোজক কবীর খান, সাজিদ নাদিয়াদওয়ালাদের সঙ্গে নাম জড়াল দীপিকা পাড়ুকোনেরও। প্রতারণার অভিযোগ উঠল ৮৩ এর প্রযোজনা সংস্থা এবং নির্মাতাদের বিরুদ্ধে। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহীর এক ব্যবসায়ী আন্ধেরীর ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারী মামলার অভিযোগ করেছেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের হয়েছে এই মামলা। ব্যবসায়ীর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, আরবের ওই ব্যবসায়ী প্রায় ১৬ কোটি টাকা দিয়েছিলেন '৮৩'ছবিটি বানানোর জন্য। কিন্তু কোন খাতে কত খরচ হবে লিখিত ভাবে ব্যবসায়ীর কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। 

পাশাপাশি ব্যবসায়ীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই ছবি থেকে ভাল পরিমাণ টাকা ফেরত পাবেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তিনি টাকা পাননি। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে কবীর পরিচালিত ‘৮৩’। তার প্রায় ২ সপ্তাহ আগে এই অভিযোগ। প্রসঙ্গত, কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এ ছাড়া পঙ্কজ ত্রিপাঠী, তাহির রাজ ভাসিনকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

ADVERTISEMENT
Swades Times Book

অন্যদিকে ‘চণ্ডীগড় করে আশিকি’ ছবিতে  লিঙ্গ পরিবর্তন করা এক মানুষের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে নায়িকা বাণী কাপুরের চরিত্রের মাধ্যমে। বডি বিল্ডার মন্নু (আয়ুষ্মান খুরানা)। নিজস্ব জিম রয়েছে তাঁর। স্বপ্ন শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় সেরা হওয়া। এর আগে সম্পর্কে জড়াতে চায় না সে। এমন পরিস্থিতেই মন্নুর জিমে আসে সুন্দরী জুম্বা প্রশিক্ষক মানবী (বাণী কাপুর)। প্রথম দেখাতেই প্রেম, শারীরিক সম্পর্ক। তারপর একদিন বিয়ের প্রস্তাব। মানবীকে বিয়ের প্রস্তাব দেয় মন্নু। সেখানেই বিপত্তি। মানবী জানায়, সে পুরুষ হয়ে জন্মেছিল। লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছে। ব্যস, শুরু বিপত্তি। এ কাহিনি প্রথমে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) জন্য লেখা হয়েছিল। কিন্তু সুশান্তের অকাল প্রয়াণে আয়ুষ্মান মন্নুর চরিত্রে অভিনয় করতে সম্মত হন। ছবির জন্য শারীরিকভাবে প্রচুর পরিশ্রম করেছেন আয়ুষ্মান। বডি বিল্ডারদের মতো চেহারা তৈরি করেছেন। তাঁর অভিনয় নিয়েও নতুন করে কিছু বলার নেই। কিন্তু ব্যতিক্রমের তাগিদে যেন বারবার একইরকম চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। 

 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait