বৃষ্টিতে

বৃষ্টিতে

গুমোটদিন যেমন বৃষ্টির অপেক্ষায়, আমিও ভিজতে চাই শুকনো মনখারাপ নিয়ে।
এই প্রথম একটা বৃষ্টি ভেজা দিন, আর থৈ থৈ জল পেরিয়ে হেঁটে যেতে চাই ,
চোখের পাতা আর চিবুক ভিজিয়ে।
জলে ভেজা একটা হাত আসবে হাতের ভেতর।
এই প্রথম বুকের ভেতর অনেক কথা নিয়ে নিঃশব্দে হেঁটে যাব শহরের রাস্তা বেয়ে।
ঝাপসা হেডলাইটের আলোয় বৃষ্টির রঙ হলুদ।
এই প্রথম ভিক্টোরিয়ার পরীও নেমে আসবে জলে ভেজা পথে,
আকাশবাণীর ঘড়ি বোধহয় এই প্রথম সময় বলতে ভুল করবে।
হাওড়া ব্রিজের ওপর ব্যস্ত অফিস ফিরতি লোকজনেরা এই প্রথম বোধহয় দাঁড়িয়ে পড়বে ছোটবেলার স্ট্যাচু স্ট্যাচু খেলা মনে রেখে।
গড়ের মাঠে আমরা দুজন এই প্রথম বৃষ্টি ভিজে মুখোমুখি হব।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser


এই প্রথম বৃষ্টিতে মিশবে আতর জল,, আর মাটির সোঁদা গন্ধ।
এই প্রথম বৃষ্টি ভিজে পেরোবো দিন শুধু তুমি আছো বলে।


0 comments

Illora Chattopadhyay

Illora Chattopadhyay

জন্মসূত্রে বড় হওয়া উত্তরপাড়ায়। সংস্কৃত সাহিত্যে এম.এ পাশ করার পর ১৫ বছর হুগলী জেলার একটি গ্রামীন আধাসরকারি স্কুলে শিক্ষকতা । সংস্কৃত নিয়ে পড়াশোনা করলেও প্রিয় বিষয় বাংলা। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা চিরকালীন। মাঝে কিছুদিন পত্র পত্রিকায় বইয়ের রিভিউ লেখা। তারপর দীর্ঘদিনের বিরতি। প্রাণের টানে আবারও ফিরে আসা সাহিত্যের প্রাঙ্গণে। তবে এবারে শুধু আর পুস্তক আলোচনা নয়, তার সঙ্গে মৌলিক লেখালেখির শুরু। মূলত সোশাল মিডিয়ায়। তারপর থেকে বিভিন্ন ওয়েবম্যাগ, কাগজের পত্রপত্রিকাতে নিয়মিত লিখে চলা।যদিও নিজেকে লেখক নয়, পাঠক মনে করতেই স্বচ্ছন্দ বোধ করি।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait