শতবর্ষের আলোকে বিদ্রোহী

শতবর্ষের আলোকে বিদ্রোহী

 

কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী আজ শতবর্ষে পদার্পন করলো। অন্তরে আগুন জ্বালানো এক কবিতা। মাত্র ২১ বছর বয়সে সারা রাত জেগে পেন্সিল দিয়ে তিনি এই কবিতাটি লিখেছিলেন। পেন্সিল কেন? কারণ কলম কালির দোয়াতে বারবার ডুবিয়ে লিখতে গেলে গতি ব্যাহত  হবে যে! তাই কবিতাটি লিখলেন পেন্সিলে।

ভারতীয় মিথোলজি কবিতাটির ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে। কবিতাটির মূল একটি শব্দ 'আমি'। 'আমি কে' এই উত্তর খুঁজতেই আমাদের মনুষ্য জন্মগ্রহণ।

মনে পড়ছে আদি শঙ্করাচার্যের একটি কবিতা স্বামীজি ইংলিশে অনুবাদ করেছিলেন।

"I am neither the mind, nor the intellect, nor the ego, nor the mind-stuff;

I am neither the body, nor the changes of the body;

I am neither the senses of hearing, taste, smell, or sight,

Nor am I the ether, the earth, the fire, the air;

I am Existence Absolute, Knowledge Absolute, Bliss Absolute--

ADVERTISEMENT

I am He, I am He. (Shivoham, Shivoham)."

শিব-অহম। অর্থাৎ আমিই শিব(আমিই সে)। "সে" বলতে এখানে পরম ব্রহ্মকে বোঝানো হয়েছে। এই কবিতা "আমিই সেই"-এর আর এক প্রকাশ। একটি স্ফুলিঙ্গ। তার মধ্যে প্রকাশ সমগ্র বিশ্বের। নিজেকে শুধু প্রশ্ন করি যে আত্মজ্ঞান উপলব্ধি না হলে কি এই কবিতা লেখা যায়? শ্রীমদ্ভগবতগীতার বিশ্বরূপদর্শনযোগ পর্যায়ে ভগবান শ্রী কৃষ্ণ তো এই কথাই বলেছিলেন!! 


0 comments

Piyali Kushari

Piyali Kushari

Shared publicly - 27th Apr, 21 06:50 am

অসাধারণ লিখেছেন। আর একদম যথার্থ বলেছেন। ঋদ্ধ হলাম।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait