গল্প প্রতিযোগিতা : থ্রিলারের থ্রিল

গল্প প্রতিযোগিতা : থ্রিলারের থ্রিল

এসে গেল স্বদেশ টাইমস প্রণোদিত রোমাঞ্চকর গল্প প্রতিযোগিতা "থ্রিলারের থ্রিল"।

নাম থেকেই বোঝা যাচ্ছে প্রতিযোগিতা কতখানি চমকপ্রদ ও আকর্ষণীয় হতে চলেছে। এই প্রতিযোগিতায় আমরা বিচারক হিসাবে পাশে পেয়েছি প্রখ্যাত সাহিত্যিক ও সমালোচক শ্রী ঋজু গাঙ্গুলী মহাশয়কে।

প্রতিযোগিতার নিয়মাবলী :

১. বাংলা হরফে টাইপ করে গল্প পাঠাতে হবে।
২. বানান ও যতি চিহ্নের যথাযথ ব্যবহার বাঞ্ছনীয়।
৩. গল্পের শব্দসীমা হতে হবে ১৫০০ এর মধ্যে।
৪. গল্প পাঠানোর ঠিকানা -  editor.swadestimes@gamil.com
৫. মেইলের সাবজেক্ট এ লিখতে হবে : গল্প প্রতিযোগিতা_থ্রিলারের থ্রিল_গল্পের নাম_লেখকের নাম।
৬. গল্প পাঠানোর সময়সীমা - ১০ই জুলাই, ২০২১


আপনাদের পাঠানো গল্প আমরা স্বদেশ টাইমস ওয়েব ম্যাগাজিনে প্রকাশ করব। লেখক সেই গল্পের লিঙ্ক শেয়ার করতে পারবেন তার বন্ধুদের সাথে। এটির প্রয়োজনীয়তা একটু পরেই জানাচ্ছি।

ADVERTISEMENT
Swades Times Book

বিচারকের বিচারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগী পাবেন বিশেষ আকর্ষণীয় তিনটি পুরস্কার। প্রতিযোগিতার শেষে বাছাই করা দশটি গল্প প্রকাশিত হবে স্বদেশ টাইমসের ই-বুকের পাতায়।

এখানেই শেষ নয়। আপনার বন্ধুদের কাছে পাঠানো গল্পের লিঙ্কে প্রাপ্ত লাইকের সংখ্যার বিচারে একজন প্রতিযোগী পাবেন একটি বিশেষ পুরস্কার - 'পাঠকের পছন্দের গল্প'। গল্প প্রকাশ থেকে ৩০শে জুলাই পর্যন্ত প্রাপ্ত লাইকের সংখ্যা এক্ষেত্রে বিচার্য হবে।

শুধু লেখকদের জন্যই নয়। পাঠকরাও এই প্রতিযোগিতার অংশগ্রহণ করতে পারবেন গল্প রিভিউয়ের মাধ্যমে। স্বদেশ টাইমস ওয়েব ম্যাগাজিনের প্রতিটি গল্পের কমেন্ট সেকশনে করা পাঠকের রিভিয়ের ভিত্তিতে একজন পাঠক পাবেন 'বেস্ট রিভিউয়ার' পুরস্কার।

৩০ শে জুলাইয়ের পরে আমরা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব। বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সুতরাং আর দেরি নয় রোমাঞ্চের কলমে, মগজে ও কল্পনার স্রোতে গভীর অবগাহন শুরু করে দিন।

শুভস্য শীঘ্রম!!

 

(যে কোনো অতিরিক্ত তথ্যের জন্য স্বদেশ টাইমসের হোয়াটসঅ্যাপ নম্বরে (9433215596) যোগাযোগ করতে পারেন।)


0 comments

RELATED POSTS

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait