আমি এবং…

আমি এবং…

…. হাই! কেমন আছো?
…. হ্যালো! তুমি যেমন রেখেছো!
…. আজ অনেকদিন পর তোমার সামনে এলাম।
…. হুম।
…. কেন বলো তো?
…. কেন?
……অনেক কথা জমে আছে বলব তোমায়। সেগুলোই বলতে।
…. ওহ বলো।
…. আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি।
…. কেন?
…. আসলে অনেক স্বপ্ন দেখেছিলাম সেগুলো সব ভেঙে গেছে তাই।
…. বুঝলাম। তারপর?
…. আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি বুঝলে!
…. কেন এমন কেন?
…. আসলে কি দিয়ে কি করব বুঝে উঠতে পারি না; জীবন যত গোছাতে চাই ততই অগোছালো হয়ে ওঠে।
…. তো?
…. সবাই কিভাবে লোক ঠকিয়ে,বিশ্বাস ভেঙে নিজের স্বার্থসিদ্ধি করে; আমি তো তাও পারিনা।
আমি খুব খারাপ তাই আমার কোনো বন্ধুও নেই। কাউকে বন্ধু ভাবলেই ঠকেছি বারবার।
…. যেমন?
…. আর যেমন! মেঘা, রীতা ওরা তো সেই কোন ছেলেবেলার বন্ধু ছিল; যখন ওদের চেয়ে বেশি নম্বর পেতাম তোয়াজ করত আর যখন কম পেলাম কিভাবে যেন অচেনা হয়ে গেল।
…. ওহ!এই জন্য তোমার নিজেকে কমা, পাগল এইসব হাবিজাবি মনে হয়।
তো এবার আমি কিছু বলি তুমি শুনবে?
…. হুম বলো।
.… জীবনে যা কিছু হয় সব ভালোর জন্য; হয়তো সেই সময় দাঁড়িয়ে তুমি ভালোটা উপলব্ধি করতে পারছ না কিন্তু সঠিক সময়ে ঠিক পারবে।
আর পড়াশোনা কেউ ছাড়তে পারে? হয়তো কেউ ডিগ্রী লাভের প্রক্রিয়া থেকে সাময়িক বিরতি নেয় আবার কেউ ডিগ্রী লাভ শেষ করে নিজের কাজের মধ্যে দিয়ে শিক্ষার নমুনা বজায় রাখে।

ADVERTISEMENT


আর বন্ধু! ছোটোবেলা থেকে একসাথে মিলেমিশে বড়ো হলেই বন্ধু হয় না;বন্ধু হতে গেলে অন্তরাত্মার বন্ধন দরকার হয়। যে বা যারা তোমায় ঠকাতে পারে তারা কখনই তোমার বন্ধু হতে পারে না।তাই তাদের কথা ভেবে আর সময় নষ্ট করো না।
.… হুম।

 

*****************************************

৫ বছর পর

…. আজ আবার আমি তোমার সামনে এলাম এভাবে; কিছু বলতে।
…. হুম বলো।
…. আজ আমি সফল। আমি আজ বাবার ডুবে যাওয়া ব্যবসা আগের থেকেও অনেক বেশি বড়ো করে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রোডাক্ট পৌঁছে দিয়েছি।
সেদিন গ্র্যাজুয়েশন শেষ করে যখন ভেবেছিলাম পড়াশোনা ছেড়ে দেব তখন তোমার সাথে কথা বলে আবার এম. বি এ তে ভর্তি হয়েছিলাম; পাশাপাশি ব্যবসার হাল ধরেছিলাম।


আর জানো সেই বন্ধুরা নম্বর বেশি পেয়েও নিজেদের স্বভাবের জন্য অনেক পিছিয়ে।
….তো আজ আমার কথা মিলল তো?
…. সত্যিই আজ বুঝলাম নিজের সবচেয়ে ভালো বন্ধু নিজের প্রতিচ্ছবি। Thank you my best friend… যখনই মনখারাপ হবে তোমার কাছে আসবো আয়না।
…. See you again

 

-সমাপ্ত-

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait