১৭ অক্টোবর আইপিএলে দুই নতুন দলের ঘোষণা,  নীল জার্সিতে আরসিবি

১৭ অক্টোবর আইপিএলে দুই নতুন দলের ঘোষণা, নীল জার্সিতে আরসিবি

স্পোর্টস ডেস্ক: রবিবার থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় অংশ। তবে চলতি আইপিএল শেষ হওয়ার আগেই, পরের আইপিএলের জন্য দুটি নতুন দল পাওয়ার কথা জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।  আগামী আইপিএলে বাড়তি দুটো টিমের ফ্র্যাঞ্চাইজি কারা কিনছে, জানা যাবে ১৭ অক্টোবর। ওই দিনই ই-বিডিং করার কথা ভাবছে বিসিসিআই । দরপত্র তোলার শেষ দিন ৫ অক্টোবর। এমনই জানাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র। ওই কর্তার কথা মতো, ‘১৭ অক্টোবর ই-বিডিংয়ের ভাবনা রয়েছে বোর্ডের।’যা শোনা যাচ্ছে, ২ হাজার কোটি আইপিএলের একটা টিমের ফ্র্যাঞ্চাইজি কেনার নুন্যতম দাম বা বেস প্রাইস হবে। তারপর নিলামে উঠবে দর। সবচেয়ে তিনটে সংস্থা একজোট হয়ে কিনতে পারবে টিম। তবে, প্রতি সংস্থার আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। বার্ষিক টার্নওভার হতে হবে ৩ হাজার কোটি টাকা।আমদাবাদ, পুনে ও লখনৌ— তিনটে জায়গার যে কোনও দুটো শহরকে নতুন দুটো টিমের জন্য বেছে নেওয়া হবে। বোর্ড সচিব জয় শাহ-র শহর আমদাবাদ থাকবেই, ধরেই নেওয়া হচ্ছে। আইপিএলের দুটো নতুন টিম কেনার জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটা বহুজাতিক সংস্থা। যার মধ্যে আদানি গ্রুপ, আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, ফার্মা কোম্পানি টরেন্ট এবং একটি ব্যাঙ্কিং সংস্থা টিম কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কোন সংস্থা শেষ পর্যন্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিনতে পারল, তা জানা যাবে ১৭ অক্টোবর।

ADVERTISEMENT

অন্যদিকে এবারের আইপিএলের দ্বিতীয় অংশে আগামী ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের অভিযান আবারও শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে কলকাতার বিরুদ্ধে নিজেদের চিরাচরিত লাল-কালো জার্সি পড়ে নামবে না আরসিবি, বরং নীল জার্সি পড়ে নামবে বিরাট কোহলিরা। কিন্তু কেন? মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় আরসিবি জানিয়েছে, অতিমারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়া করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ জার্সি পড়বে তারা।করোনার ফ্রন্টলাইন যোদ্ধারা পিপিই কিট পড়ে যেভাবে লড়াই করেছে, তাকে কুর্নিশ জানিয়ে পিপিই কিটের রঙের অনুকরণে জার্সি পড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে পরিবেশ রক্ষার জন্য সবুজ জার্সি পড়েও অনেক বার নামত আরসিবি। আর এবার আরও এক নয়া উদ্যোগে মেতেছে বিরাট কোহলির দল।এর আগে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য আরসিবি সবুজ জার্সি পড়ে আইপিএলে অংশগ্রহণ করেছিল। প্রতিবছরই তারা একটি করে ম্যাচ সবুজ জার্সি পড়ে খেলে থাকে। এই জার্সি গুলি তৈরি হয় পরিত্যক্ত প্লাস্টিক থেকে। আরসিবির এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সমগ্র ক্রিকেট বিশ্ব।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait