লন্ডনে একান্তে ঘুরছেন পরমব্রত ও ইশা! এবার বাংলাদেশী ছবিতে দেব

লন্ডনে একান্তে ঘুরছেন পরমব্রত ও ইশা! এবার বাংলাদেশী ছবিতে দেব

বিনোদন ডেস্ক: প্রথমবার জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা। লকডাউন খুলতেই একের পর ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন পরমব্রত। একদিকে নিজের পরিচালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। অন্য়দিকে, ওয়েব সিরিজের শুটিং। ইশা সাহার হাতেও বেশ কয়েকটি কাজ। এরই মধ্য়ে দেবের সঙ্গে জুটি বেঁধে গোলন্দাজ ছবিতে অভিনয় করেছেন ইশা। বক্স অফিসে দারুণ হিট ছবি। সঙ্গে ইশা অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দু’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ। ‘প্রজাপতি বিস্কুট’ ছবি থেকে টলিউডে পা রেখে ইশা সাহা ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা করে নিয়েছেন।

ইশা সাহা ও পরমব্রত চট্টোপাধ্য়ায়কে জুটি বানিয়ে ‘ঘরে ফেরার গান’ ছবিটি তৈরি করছেন পরিচালক অরিত্র সেন। চটজলদি শুটিং সেরে ডিসেম্বরেই দেশে ফিরবেন পরমব্রত ও ইশা। নতুন ছবি ‘ঘরে ফেরার গান’-এর শুটিংয়েই লন্ডনে পাড়ি দিয়েছেন পরমব্রত। তবে এবার একা নয়, লন্ডনে ছবির শুটিংয়ে পরমের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে । ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্য়ায়। 

ADVERTISEMENT

অন্যদিকে বাংলাদেশের ‘কমান্ডো’ ছবি থেকে সরে আসছেন টলিউড সুপারস্টার দেব? এই প্রশ্নেই তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া।  তার জবাব দিলেন অভিনেতা-প্রযোজক। যাবতীয় গুঞ্জন নস্যাৎ করে দেব  জানিয়ে দিলেন, খুব শিগগিরিই ‘কমান্ডো’র শুটিং শুরু করবেন তিনি। এই প্রথম বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন দেব। ১১ মার্চ ছবির শুটিং শুরু করেছিলেন। পোস্টার টুইট করে জানিয়েছিলেন সেকথা। সেলিম খান প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। ছবির শুটিংয়ের জন্য আগেই বাংলাদেশ যাওয়ার কথা ছিল অভিনেতা-সাংসদের। কিন্তু করোনার  কারণে সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়। নিউ নর্মালে শুটিং ফ্লোরে ফিরেই ‘কমান্ডো’র কলকাতা পর্বের কাজ শেষ করেছেন অভিনেতা।  মূলত অপরাধ জগৎ এবং ব়্যাবের (ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) একটি মিশনকে কেন্দ্র করেই এই ছবির গল্প এগিয়েছে। এপার বাংলার সঙ্গে যৌথ উদ্যোগে নয় বরং পুরোপুরি বাংলাদেশের শাপলা মিডিয়ার ব্যানারেই তৈরি হচ্ছে ‘কম্যান্ডো’। ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন নবাগতা জাহারা মিতু।  শোনা গিয়েছে, কলকাতা পর্ব মিটিয়ে বাংলাদেশ ও দুবাইয়ে ছবির শুটিং করার কথা দেবের। 

 

 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait