কখনো কোথাও

কখনো কোথাও


কোথাও না কোথাও তো একটু থামতেই হয় ফুলস্টপের মতো। কারো কারো সামনে দাঁড়াতেই হয় থমকে।
বসতে হয় নতজানু হয়ে। নিবেদনের ভঙ্গিতে। আত্মকথনের মতে নিজেকেই বলতে হয়  সাজবেলার সুরের সাথে সুর মেলাতে বড্ড কাঙাল যে আজ মন। মনে পড়ে যায় সেই গানের কলি "আমার ব্যথার পুজা হয়নি সমাপন......" ঠিক তখনই উদাসী ভঙ্গিতে চলে যাও তুমি। দুর্বোধ্য কঠিন চোখে তাকিয়ে বলে যাও অব্যক্ত সব কথা।
সে ভাষা পড়তে পারিনা আমি।
নতজানু হই বলে, ঝুকে দাঁড়াই বলে, দুঃখের প্রদীপ জ্বেলে নিবেদন করি বলেই তুমি ছুড়ে দাও অবহেলার এমন তীক্ষ্ণ তরবারি!
আমার নিবেদনের আনন্দ তখন দুঃখের চেহারা ধারণ করে খুব ব্যথিত চোখে তাকায় আমারই দিকে।
বন্ধ থাকা ভ্যাপসা মনের দরজা হাট করে খুলে তবে কি ভুল করেছি আমি? ওতোটা নিবেদন, ওতোটা না বোঝাই বুঝি ভালো ছিলো - নিজেকেই নিজে বলি স্বগোতক্তির মতো!
সহজ হয়ে গেলে কঠিনেরে খোঁজে সবাই তখন। ভোঁতা অনুভূতিগুলো নিয়মের জগৎ থেকে গড়িয়ে গিয়ে পড়ে অনাদরের খালে।
তবুও মনে হয়, অনুভবের ঘরে যখন ঝড় ওঠে তখনতো থামতেই হয় কোথাও না কোথাও।

নতজানু হয়ে বসতে হয় হৃদয়হীনতার নোনা স্বাদ মুখে নিয়েও।

ADVERTISEMENT

 

ছবি : ইন্টারনেট


0 comments

Piyali Kushari

Piyali Kushari

Shared publicly - 27th Apr, 21 07:20 am

বাহ,, দারুন !!❤

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait