তিনদিন পর শুরু শ্রীলঙ্কা সফর, দেখে নিন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের স্কোর বোর্ড

তিনদিন পর শুরু শ্রীলঙ্কা সফর, দেখে নিন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের স্কোর বোর্ড

 

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির নেতৃত্বে একটা  ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্ট খেলবে তাঁরা। অন্যদিকে শ্রীলঙ্কায় তিন ওয়ানডে  এবং সমসংখ্যক টি-২০ খেলার জন্য উপস্থিত হয়েছে অপর একটি দল। সেই দলে রয়েছে একঝাঁক নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞতা এবং প্রতিভার এক দারুন সংমিশ্রণ। আর সঙ্গে এই দলে যদি কোচের নাম হয় রাহুল শরদ দ্রাবিড়, তবে তো তা অতিরিক্ত মাত্রা পায়। অন্যদিকে কয়েকদিন আগে প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুণা রনতুঙ্গা ভারতীয় বি টিম পাঠানোয় শ্রীলঙ্কা ক্রিকেটের অপমান নিয়ে সুর চরিয়েছেন।  যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আদতে দেখতে গেলে এই ভারতীয় দল কিন্তু টেক্কা দিতে পারে যে কোনও দলকেই, এমনকি শ্রীলঙ্কাকেও। একনজরে দেখে নেব শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের স্কোরকার্ড-

ADVERTISEMENT
Swades Times Book

১) শিখর ধাওয়ান: টেস্ট দল থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন। তাই এই দলে স্বাভাবিকভাবেই অন্তর্ভুক্তি হয়েছে শিখর ধাওয়ানের। দলের সবচেয়ে অভিজ্ঞ হিসেবে তারই ভাগ্যে পড়েছে দলকে সামনে নিয়ে নামার অর্থাৎ অধিনায়কত্বের। ১৩৯ ওডিআই ইনিংসে শিখর করেছেন ৫৯৭৭ রান এবং তাও প্রায় ৪৫ গড় এবং ৯৩ স্ট্রাইক রেটে। টি-২০ আন্তর্জাতিক খেলায় ৬৫ ইনিংসে ১৬৭৩ রান করেছেন। ২৭ গড় ও ১২৭.৪১ স্ট্রাইক রেটে। আরও একটি পরিসংখ্যান তার পক্ষে যায় যে শ্রীলঙ্কার মাটিতে তাঁর ওডিআই গড় ৬৩.৩৩, রয়েছে ১৩২ অপরাজিত রান।

২) মনীশ পাণ্ডে: ভারতীয় এ দলের অধিনায়ক এবং অন্যতম সেরা ঘরোয়া ক্রিকেটের ব্যাটসম্যান মনীশ পাণ্ডে। আন্তর্জাতিক কেরিয়ারে সে ভাবে কখনো দাগ কাটতে পারেননি। ২১ ওডিআই ইনিংসে তার গড় ৩৫.১৪ এবং রান ৪৯২। অস্ট্রেলিয়ায় একটি সেঞ্চুরি বাদ দিলে অত্যন্ত ছাপোষা তিনি। টি-২০ আন্তর্জাতিক খেলায় তার গড় ৪৪.১৩।  শ্রীলঙ্কার মাটিতে তাঁর ওডিআই গড় ৮৬, টি-২০ তে একটি ম্যাচ জেতানো অর্ধশতক আছে। 
 

৩) পৃথ্বী শ: মুম্বাইজাত এই ওপেনার মাঝখানে কিছুদিনের জন্য হারিয়েছিলেন নিজের চেনা ছন্দ। সেই কারণেই নিউজিল্যান্ড সফরে মাত্র ২৮ গড় রাখার পরে তাকে ওডিআই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।  অস্ট্রেলিয়া সিরিজেও মাত্র একটি টেস্ট খেলেই তিনি চলে যান বাদ পড়ার লিস্টে। তবে এরপরে দুরন্তভাবে বিজয় হাজারে ট্রফি খেলে ফিরে এসেছেন পৃথ্বী। করেছিলেন প্রায় ৮০০ রান যার মধ্যে ছিল ডাবল সেঞ্চুরিও।
তার লিস্ট এ রেকর্ড বলছে নামের পাশে রয়েছে ৫৮.১৮ গড়ে ২২১১ রান এবং টি-২০ তে ১৫০ স্ট্রাইক রেট ও ২৫ গড়ে ১৫০৮ রান। 

৪) দেবদত্ত পাড্ডিকাল: মাত্র দুই বছর আগে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অভিষেক করে জন্মসূত্রে কেরালার এই যুবক হয়ে গেছেন ভারতের এক অন্যতম বড়ো সম্ভাবনার নাম। তার লিমিটেড ওভার ক্রিকেটে রেকর্ড বেশ উঁচুর দিকে। লিস্ট এ ক্রিকেটে মাত্র ২০ ইনিংসে পেরিয়েছেন ১৩০০ রানের গন্ডি। গড় রেখেছেন ৮৬। টি-২০ ক্রিকেটে প্রায় ১৪৬৬ রান করেছেন ১৪০ স্ট্রাইক রেটে। এছাড়াও তিনি বিজয় হাজারে ট্রফির লিস্টে দ্বিতীয় ক্রিকেটার যিনি এক মরশুমে চারটি সেঞ্চুরি করেছেন । 

৫) রুতুরাজ গায়কোয়াড়:  অন্য দুই ওপেনারের থেকে প্রোফাইলগত ভাবে একটু পিছিয়ে থাকলেও কোনও ভাবেই হেলাফেলা করা যাবে না মহারাষ্ট্রের এই ক্রিকেটারকে। তিনি ৪৭.৮৭ গড় ও ৯৭ স্ট্রাইক রেট নিয়ে ২৬৮১ রান করেছেন লিস্ট এ ম্যাচে। টি-২০ ম্যাচে করেছেন ৩২ গড় ও ১৩০ স্ট্রাইক রেটে ১৩৩৭ রান করেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের হয়ে যথেষ্ট সফল। 

৬) সূর্যকুমার যাদব: প্রায় দশ বছর ঘরোয়া ক্রিকেট ও আট বছর আইপিএল খেলে সদ্য তিনি জায়গা পেয়েছেন টি-২০ দলে। বর্তমানে এই দলের দুই ফর্ম্যাটেই বড়ো শক্তি হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তাঁর। তিনি লিস্ট এ ক্রিকেটে ৯৯ স্ট্রাইক রেট ও ৩৭ গড় নিয়ে সামান্য অধারাবাহিক হলেও টি-২০ ক্রিকেটে বেশ সফল। সেখানে তাঁর ৩১ গড় এবং ১৪১ স্ট্রাইক রেট তাকে দলে জায়গা করে দিয়েছে।

৭) নীতিশ রানা: দিল্লির এই অলরাউন্ডার ৫৭  ইনিংসে করেছেন ১৯৪০ রান এবং তা ৪১.২৭ গড় নিয়ে। টি-২০ তে ২৮৪৬ রান। গড় ২৭.৬৩। 

৮) ইশান কিষাণ: ঝাড়খন্ডের এই কিপার-ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেটে নিজের ঝোড়ো ব্যাটিং দিয়ে বিখ্যাত। যেভাবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়ে বাজিমাৎ করেছিলেন তাতে তাণকে লম্বা রেসের ঘোড়া বলতে রাজি অনেকেই। তিনি বিশেষত টি-২০ জন্য বিখ্যাত। এরই মধ্যে দুটি সেঞ্চুরিসহ ১৩১ স্ট্রাইক রেটে টি-২০ তে ২৫০৫ রান করেছেন। একটি আইপিএলে মুম্বাইয়ের অন্যতম সেরা ব্যাট ছিলেন। লিস্ট এ ক্রিকেটে ৩৬.৯৪ গড় এবং ৯১.৭৫ স্ট্রাইক রেট তার ভালো ব্যাটিং এর একটি প্রমাণ।
 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait