তালিবানদের দখলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান সফর বাতিল করছে ইংল্যান্ড  

তালিবানদের দখলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান সফর বাতিল করছে ইংল্যান্ড  

স্পোর্টস ডেস্ক: কয়েক দিন হল আফগানিস্তানে তালিবান দখল নিয়েছে। প্রবল আতঙ্কে আফগান বাসিন্দাদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক লেগেছে। পুরো দেশ লন্ডভন্ড। গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তালিবানরা। প্রতিদিন তালিবান হানায় মৃত্যু হচ্ছে বহু নাগরিকের। তালিবানের দখলে আফগানিস্তান আসার পর থেকেই সে দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন কাবুলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের  সদর দফতরে পৌঁছায় তালিবানরা । সঙ্গে ছিলেন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল্লা মানজারি। কী হবে আফগানিস্তানের ক্রিকেটের ভবিষ্যত? আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি ক’দিন আগেই সমর্থকদের অশ্বস্ত করেছিলেন এই বলে যে, তালিবানরাও ক্রিকেট পছন্দ করে। আফগান বোর্ড কর্তার এমন ঘোষণার রেশ কাটতে না কাটতেই ধরা পড়ল অন্য ছবি। এই মুহূর্তে সোস্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে আফগান বোর্ডের সম্পূর্ণ ভিন্ন চিত্র। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কনফারেন্স রুমে আগ্নেয়াস্ত্র হাতে তালিবানের ছবি দেখে বোঝা মুশকিল, এখান থেকে পরিচালিত হয় ব্যাট-বলের লড়াই।তার আগে আফগান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপে রশিদ খানদের অংশ নেওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছিলেন।

ADVERTISEMENT
Swades Times Book

এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় হাসান আরও জানিয়েছিলেন যে, আফগানিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। তবে তার জন্য অন্য কোনও দেশে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় রয়েছে এসিবি। এখন দেখার যে পরিবর্তিত পরিস্থিতিতে আফগান ক্রিকেটের ভবিষ্যত্‍ কোন দিকে গড়ায়। সূত্রের খবর, দুবাইয়ের সদর দপ্তর থেকে আইসিসির  শীর্ষকর্তারা আফগান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। তাঁদের সঙ্গে কথা বলে চলেছেন।  তবে আফগানিস্তান ক্রিকেটের সদর দফতরে তালিবানদের প্রবেশের পর, এবার টি-২০ বিশ্বকাপ ও আসন্ন আইপিএলে আফগানিস্তান ক্রিকেটারদের খেলা নিয়ে তৈরি হল চরম অনিশ্চয়তা। 

অন্যদিকে নিউজিল্যান্ডের পথেই হাঁটছে ইংল্যান্ড। আফগানিস্তানে তালিবান পরিস্থিতির জেরে এবার সফর বাতিল করতে পারে ইংল্যান্ডও। এমন পরিস্থিতিতে পড়শি দেশে, বিশেষ করে পাকিস্তানেও নিরাপত্তা সঙ্কট তৈরি হয়েছে। সামনেই ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। ১৬ বছর পরে পাক মুলুকে যাবেন ইংলিশ ক্রিকেটাররা। সেখানে গিয়ে দুটো টি২০ ম্যাচ খেলবেন মর্গ্যানরা। অন্যদিকে মহিলা দলকে আবার ২টো টি২০ সহ ৩টে ওয়ানডে খেলতে হবে।তবে তাঁর আগে নিরাপত্তা নিয়ে সংশয়ে ইসিবি। গোটা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তবেই সবুজ সঙ্কেত দেবে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ড। ডেইলি মেইল-এর এক প্রতিবেদন অনুযায়ী, তালিবানের আফগানিস্তান দখলে প্রবল উদ্বিগ্ন ইসিবি। প্রথম সারির অধিকাংশ ইংল্যান্ডের তারকা সেই সময় আমিরশাহিতে আইপিএল খেলতে ব্যস্ত থাকবেন। তবে বাকিরা ইংল্যান্ডের জার্সিতে পাকিস্তানে খেলতে যেতে রাজি হবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait