বাতিল চ্যাম্পিয়ন্স লিগ ড্র, নতুন ড্র তে মুখোমুখি পিএসজি-রিয়াল মাদ্রিদ

বাতিল চ্যাম্পিয়ন্স লিগ ড্র, নতুন ড্র তে মুখোমুখি পিএসজি-রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: সফটওয়্যার সমস্যায় পুনরায় হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র ড্র হয়েছিল। সেই ড্রয়ে ফুটবল বিশ্ব উচ্ছ্বসিতও হয়েছিল। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির লড়াই দেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু উয়েফা সরকারি ভাবে জানিয়ে দেয়, সফটওয়্যার সমস্যার জন্য বাতিলই করে দেওয়া হয়েছে সেই ড্র। আর তা বাতিল হওয়ায় ফের নতুন করে হবে ড্র। মেসি বনাম রোনাল্ডো হওয়ার সম্ভাবনাও আপাতত আর নেই। ভিয়ারিয়ালের সঙ্গে কার খেলা হবে, তা নিয়েই যত ঝামেলা। ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।  ঘটনা হল, ড্রয়ের সময় ভুল পটে রাখা হয়েছিল ম্যান ইউকে। নিয়ম মতো, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে শেষ ১৬য় লড়াই হওয়ার কথা ম্যানইউ এর। সেই সময়ে নির্দিষ্ট পাত্রে রাখা হয়নি রোনাল্ডোর দলকে। পরিস্থিতি আরও জটিল হয়, যখন ম্যানইউ এর খেলা পড়ে প্যারিস সাঁ জাঁর সঙ্গে। রোনাল্ডো বনাম মেসির লড়াই দেখার মতো পরিস্থিতি তৈরি হয়। তখনই ধরা পড়ে সমস্যা। উয়েফা টুইট করে জানায়, ”সফটওয়্যারের ত্রুটির জন্যই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্রয়ে ভুল হয়। এর ফলে এই ড্র বাতিল করা হল। স্থানীয় সময় বেলা তিনটেয় আবার নতুন করে ড্র হবে।” এভাবে ড্র বাতিল হয়ে যাওয়া আগে কখনও হয়নি। সে দিক থেকে দেখলে উয়েফারই ভাবমূর্তি নষ্ট হল।

ADVERTISEMENT

যদিও পরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র ড্র হয়, তাতে কে কার প্রতিপক্ষ তা স্থির হয়। বায়ার্নের সামনে রেড বুল স্যালজবার্গ। স্পোর্টিং সিপির প্রতিপক্ষ ম্যান সিটি। বেনফিকার মুখোমুখি আয়াক্স। চেলসি-লিলের লড়াই দেখা যাবে শেষ ১৬য়। অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে ম্যানইউ। ভিয়ারিয়াল ও জুভেন্তাস একে অপরের মুখোমুখি। ইন্টারের সঙ্গে লিভারপুলের ধুন্ধুমার দেখা যাবে। মেসির প্যারিস সাঁ জাঁর সামনে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে লিগ খেতাবের দৌড়ে তড়তড়িয়ে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদের গাড়িতে ব্রেক লাগানোর বড় সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। কিন্তু ২৭৯তম মাদ্রিদ ডার্বিতে দিয়োগো সিমিওনের দলকে আবারও খালি হাতেই সান্তিয়াগো বার্নাবেউ থেকে ফিরতে হল। রিয়ালের হয়ে চেনা পরিচিত নায়করাই জ্বলে উঠলেন অ্যাটলেটির বিরুদ্ধে।করিম বেঞ্জেমা, মার্কো অ্যাসেন্সিও গোল করলেন, লুকা মদ্রিচ মাঝমাঠ থেকে গোটা ম্যাচ নিয়ন্ত্রণ করলেন, এই চিত্র মাদ্রিদ সমর্থকদের অতিপরিচিত। তবে গোল না পেলেও প্রথমবার ম্যাচে জোড়া অ্যাসিস্ট আসল ভিনিসিয়াস জুনিয়ারের পা থেকে। দুই অর্ধের শুরুর দিকে দুই গোল লস ব্লাঙ্কোসকে ডিসেম্বরেই কার্যত লা লিগা খেতাবে এক হাত রাখতে সাহায্য করল। বেঞ্জেমা ম্যাচের ১৬ মিনিটে দুর্দান্ত ভলিতে অ্যাটলেটিকো গোলরক্ষক ওবলাককে পরাস্ত করে রিয়ালকে এগিয়ে দেন। বক্সের ধারেকাছে সাতজন অ্যাটলেটিকো ডিফেন্ডারের বিরুদ্ধে একা থাকলেও নিজের অসামান্য স্পেস রিডিং দক্ষতা কাজে লাগিয়ে সকলে মাত করে দেন ফরাসি ফরোয়ার্ড। এটি এই মরশুমে তাঁর ১৩তম লিগ গোল। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য অ্যাটলেটিকো কোচ থমাস লেমার এবং জোয়াও ফেলিক্সকে নামান। কিন্তু জয় অধরাই থাকে অ্যাটলেটিকো মাদ্রিদের।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait