বেহালায় পাড়ার পুজোয় অঞ্জলি দিয়ে দুবাইয়ে মহারাজ

বেহালায় পাড়ার পুজোয় অঞ্জলি দিয়ে দুবাইয়ে মহারাজ

স্পোর্টস ডেস্ক:  দুর্গাপুজো মানেই পাড়ার পুজোয় জমিয়ে আড্ডা, বিরিয়ানি সহ হরেক-রকম পদ দিয়ে পেটপুজো, আর ধুনুচি নাচ। এটাই প্রতিবছর দুর্গাপুজোয় মহারাজের লাইফস্টাইল হয়ে থাকে। তবে এবার আইপিএল ফাইনাল দুবাইয়ে বিজয়া দশমীর দিনে। ফলে সেখানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিত থাকতে হবে। তাই বুধবার মহাষ্টমীর দিনেই দুবাই উড়ে যেতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ফলে পাড়ার পুজো ছেড়ে যেতে হওয়ায় মন খারাপ দাদার। তবে পাড়া ছেড়ে যাওয়ার আগে প্রতিবারের মতো এবারও মহাষ্টমীর সকালে বেহালার বড়িশার প্লেয়ার কর্ণারে পুজো মণ্ডপে হাজির হন মহারাজ। সাদা পাঞ্জাবী, পাজামা পরে এসেছিলেন তিনি। মণ্ডপে ঢুকে বেশ খানিকক্ষণ আরতি দেখেন। নিজের পাড়ায় স্বপরিবারে অঞ্জলি দিলেন তিনি। শুভেচ্ছাও জানালেন সকলকে।

 দুর্গাপুজোতেও প্রিয় বিরিয়ানি খাওয়া হচ্ছে না সৌরভের। ডাক্তারের নির্দেশ মেনে চলছেন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, ‘‘এখন একদম সুস্থ রয়েছি। অষ্টমীর দিন নিরামিষ খাচ্ছি। এবার আর বিরিয়ানি খাওয়া হচ্ছে না।’’ মণ্ডপ থেকে বেরনোর আগে সৌরভ বলেন, ‘‘আশা করছি বিশ্বকাপে ভারত ভাল খেলবে। ভাল দল।’’ মহেন্দ্র সিংহ ধোনী ভারতীয় দলে মেন্টর হিসেবে যোগ দেওয়ায় সুবিধা হবে ভারতীয় দলের, মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘‘ধোনি ভারতীয় দলে ফিরে আসায় দলের লাভ হবে।’’ 

ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait