ভারতকে ব্যাকফুটে ফেলে রানের পাহাড়ে ইংল্যান্ড, বিরাট চাপে কোহলিরা

ভারতকে ব্যাকফুটে ফেলে রানের পাহাড়ে ইংল্যান্ড, বিরাট চাপে কোহলিরা

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ভারতের ৭৮ রানের জবাবে গতকালই ১২০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। এদিন তার সঙ্গে আরও ৩০৩ রান যোগ করলেন ইংরেজ ব্যাটসম্যানরা। গতকাল সকালেই যে পিচে ব্যাট করাটা একপ্রকার অসম্ভব বলে মনে হচ্ছিল, সেই পিচেই দাপিয়ে খেলে গেলেন জো রুট থেকে শুরু করে ডেভিড মালান, হাসিব হামিদের মতো ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানরা। চলতি টেস্ট সিরিজের তৃতীয় সেঞ্চুরিটি এদিন হেঁকে ফেললেন রুট।

গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান বার্নস এবং হামিদ এদিন শুরুটা তেমন ভাল করেননি। দলের ১৩৫ রানের মাথায় শামির বলে প্রথমে ফিরে যান বার্নস। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৫৯ রান। দলের ১৫৯ রানে জাদেজার বলে ফেরেন হামিদ। তাঁর সংগ্রহ ৬৮ রান। দুই ওপেনার আউট হওয়ার পরও থেমে যায়নি ইংল্যান্ড। উলটে নতুন উদ্যমে ভারতীয় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেন ডেডিড মালান এবং জো রুট। মালান ব্যক্তিগত ৭০ রানে আউট হলেও রুট চলতি সিরিজের তৃতীয় সেঞ্চুরিটি পূর্ণ করেন। তাঁর সংগ্রহ ১২১ রান। চলতি সিরিজে ইংল্যান্ডের অধিনায়ককে যেন অপ্রতিরোধ্য মনে হচ্ছে। টেস্ট ক্রিকেটে ব্যাটিং কাকে বলে, সেটা যেন তিনি দেখিয়ে দিতে চাইছেন। রুটের উইকেটের পর অবশ্য সেভাবে নজর কাড়েননি ইংরেজ ব্যাটসম্যানরা। সেভাবে রান পাননি বাটলার, বেয়ারস্টোরা। ফলে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪২৩ রান আট ইউকেটের বিনিময়ে। প্রথম ইনিংসে ৩৪৫ রানের বিশাল লিড ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে ইংল্যান্ড।

ADVERTISEMENT
Swades Times Book

কোহলিদের শোচনীয় ব্যর্থতার টেস্টেই রানের পাহাড়ে ইংল্যান্ড। বল হাতে অনবদ্য ম্য়াজিক দেখানোর পর, ব্যাট হাতেও দুরন্ত ছন্দে ইংরেজরা। ব্যাটে-বলে উভয় বিভাগে বিরাটদের টেক্কা দিয়ে টেস্ট জয়ের দিকে এগুচ্ছে ইংরেজরা। মাত্র ৭৮ রানে টিম ইন্ডিয়াকে ৪০ ওভারে অলআউট করে নজির সৃষ্টি করেছে ইংল্যান্ড। এরপর ব্যাটিং এ নেমে ইংরেজ ব্যাটসম্যানদের আউট করতে কার্যত হিমসিম খেতে হল ভারতীয় বোলারদের। দ্বিতীয় দিনের শুরু থেকে দাপট ছিল ইংল্যান্ডের। একের পর এক বড় পার্টনারশিপ তৈরি করল তাঁরা। রুরি বার্নস ৬১। হাসিব হামিদ ৬৮। ডেউইড মালান করেন ৭০ রান। আর অসাধারণ ব্যাটিং ইংরেজ অধিনায়ক জো রুটের। শতরান করলেন তিনি। জনি বিয়ারস্টো করেন ২৯ রান। অতি সহজেই ভারতের স্কোর টেক্কা দিয়ে, বিশাল রানের লিড দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে ইংরেজরা। ফলে চাপের মুখে কোহলিরা।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait