সিনেমা হলে কি সত্যিই বাদ পড়ছে বাংলা ছবি! পরিসংখ্যান চেয়ে পাঠাল নবান্ন

সিনেমা হলে কি সত্যিই বাদ পড়ছে বাংলা ছবি! পরিসংখ্যান চেয়ে পাঠাল নবান্ন

অনেকদিন ধরেই সিনেমা হলে বাংলা ছবির জায়গা না পাওয়া নিয়ে সরব হয়েছেন বাংলা ছবির প্রযোজক, পরিচালক থেকে শুরু করে অভিনেতারা। হলে জায়গা পেলেও দ্বিতীয় সপ্তাহের মধ্যে সেই ছবি নামিয়ে হিন্দি ছবিকে জায়গা দেওয়ার অভিযোগও বিস্তর। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।


হিন্দি, ইংরাজি এবং দক্ষিণী ছবির কারণে স্ক্রিনে জায়গা পাচ্ছে না বাংলা ছবিগুলি। তবে এবার এই  অভিযোগের সত্যতা যাচাই করতে তৎপর নবান্ন। সিনেমা হলগুলির কাছে পরিসংখ্যানও চেয়ে পাঠাল নবান্ন। গত তিন বছরে কটা বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে সেই রির্পোট থিয়েটারে  জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। যদি এই তথ্যের সত্যতা প্রকাশ পায় তবে নবান্নের তরফ থেকে ওই সিনেমা হল গুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।  

গত সোমবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন হলকে। সেই চিঠিতে জানানো হয়েছে, ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমার প্রদর্শন বাধ্যতামূলক।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

বিগত তিন আর্থিক বছরে অর্থাৎ ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০২০, ওই বছরের ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চ এবং ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চ মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন সিনেমা হলে কটি বাংলা সিনেমা দেখানো হয়েছে সেই রিপোর্ট চেয়ে পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। 
এই পরিস্থিতির মোকাবিলা করতেই রাজ্যে এই পরিসংখ্যান চেয়ে পাঠিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র জগতের মানুষেরা।

অনেকদিন ধরেই সিনেমা হল গুলি বাংলা ছবিকে খুব একটা প্রাধান্য দিচ্ছেনা বলেই জানা গিয়েছিল। জায়গা না পাওয়া নিয়ে প্রতিবাদও করেছিলেন বাংলা ছবির প্রযোজক, পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরাও। কিন্তু তাতেও কোন সুরাহা মেলেনি বলে দাবি করেন চলচ্চিত্র জগতের মানুষেরা। তাদের দাবি, যদিওবা হলে জায়গা পাচ্ছে কিন্তু সেটি নির্দিষ্ট কয়েক দিনের জন্য। মূলত বিভিন্ন সিনেমা হল গুলি বাংলা ছবির বদলে  হিন্দি ছবিকে বেশি জায়গা করে দিচ্ছে দর্শকদের কাছে। এই পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে নবান্ন। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait