মার্কিন স্বাস্থ্য-সেবা সেক্টরে হানা দেওয়া এই ভাইরাস হাতিয়ে নিচ্ছে না তো আপনার ব্যাঙ্কিং তথ্য?

মার্কিন স্বাস্থ্য-সেবা সেক্টরে হানা দেওয়া এই ভাইরাস হাতিয়ে নিচ্ছে না তো আপনার ব্যাঙ্কিং তথ্য?

মার্কিন স্বাস্থ্য সেবা সেক্টরে হানা দিল ট্রিকবট ম্যালওয়্যার ভাইরাস। 

করোনা নিয়ে প্রবল চাপের মধ্যেই আরেক বিপত্তি মার্কিন স্বাস্থ্য সেবা সেক্টরে। ট্রিকবট ম্যালওয়্যার এর শিকার হলো মার্কিন মুলুকের এই সেক্টর।

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্টাক্চার এজেন্সি (সিআইএসএ)। অন্যদিকে  সতর্কতা জারি করেছে এফবিআই এবং স্বাস্থ্য ও জনসেবা বিভাগও।

মার্কিন এজেন্সিগুলো এই নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করে ক্রেবসন সিকিউরিটি নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ভিত্তিতে। ম্যালওয়্যার প্রোগ্রামাররা কম্পিউটারের তথ্য বা ডেটা হাতিয়ে নেওয়ার জন্য একটি ডিএনএস টুল ব্যবহার করেছে, বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকতা। 

ADVERTISEMENT

ইতিমধ্যেই সিআইএসএ ‘অ্যাংকর_ডিএনএস’ নামে একটি ব্যাকডোর প্রোগ্রাম টুল বা মাল্টি ফাংশনাল ট্রিকবট ম্যালওয়্যারকে সনাক্ত করেছে। 

এই ম্যালওয়ার ভাইরাসের মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য সাইবার অপরাধীরা হাতিয়ে নিতে পারে। সেসব তথ্য অন্য আরেকটি পক্ষের কাছে তারা বিক্রিও করে থাকে। এছাড়া টাকা হাতিয়ে নেওয়ার ভয় তো আছেই।

কিছু সন্দেহজনক ইউ.আর.এল বানিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেই ইউ.আর.এল-এ গ্রাহকদের তাদের একাউন্ট সম্পর্কিত ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়। গ্রাহকরা সেই ফাঁদে পা দিলেই মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে লক্ষ লক্ষ টাকা।

 

কিভাবে কাজ করে এই ভাইরাস আর কিভাবেই বা বাঁচতে পারবেন এই ম্যালওয়ারের আঘাত থেকে :  

  • আপনার মেল এ আসা কোনো অজানা সন্দেহজনক ইউ.আর.এল এ ক্লিক করবেন না।
     
  • ক্লিক করলেই এই ম্যালওয়ারের কোনো ফাইল আপনার মোবাইলে অথবা কম্পিউটারে অটো সেভ হয়ে যেতে পারে।
     
  • তারপর ঐ ফাইলের মাধ্যমে হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়ে যায়।
     
  • কোনো ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্ট করার সময় সতর্ক থাকুন। সাইটের ইউ.আর.এল আপনার পরিচিত ওয়েবসাইটের সাথে সম্পূর্ণ ভাবে মিলছে কিনা ভালো করে যাচাই করে নিন।
     
  • পেমেন্ট করার আগে ইউ.আর.এল এর পাশে লক সাইন অবশ্যই দেখে নেবেন। লক সাইনের অর্থ হলো আপনার একাউন্টের কোনো তথ্য ওয়েবসাইট মালিকের কাছে জমা হচ্ছে না। সেক্ষেত্রে আপনি নিরাপদ।
     

বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিমানটেক, ইসেট ও লুমেনের দেওয়া তথ্য মতে, ১০ লাখেরও বেশি কম্পিউটার সম্প্রতি ট্রিকবট ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। অতএব কোনো অচেনা ইউ.আর.এল ওপেন করুন চোখ-কান খোলা রেখে। 

 

Image Source : Threat Post


0 comments

Piyali Kushari

Piyali Kushari

Shared publicly - 27th Apr, 21 07:01 am

প্রচন্ড বিপদ্জনক ও মারাত্মক পরিস্থিতি। ভীষণ ভাবে সতর্ক থাকা প্রায়োজোন।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait