ক্রীড়া জগতে অবাধ বিচরণ পঞ্চায়েত মন্ত্রীর, শোকস্তব্ধ ক্রীড়া মহল

ক্রীড়া জগতে অবাধ বিচরণ পঞ্চায়েত মন্ত্রীর, শোকস্তব্ধ ক্রীড়া মহল

স্পোর্টস ডেস্ক: প্রয়াত রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রয়াত প্রবাদ প্রতিম রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে এক যুগের অবসান। শুধুমাত্র রাজনীতি নয়, ক্রীড়া জগতেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য।   দীপাবলির রাতে শোকের ছায়া রাজ্যজুড়ে।  বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আইসিইউতে। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রয়াত হন কিংবদন্তি নেতা। এরপরই শোকপ্রকাশ করেন রাজনীতিবিদদের পাশাপাশি ক্রীড়া ব্যক্তিত্বরা। তাঁর মৃত্যুতে ময়দানেও নেমে এসেছে শোকের ছায়া। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহসভাপতি ছিলেন সুব্রতবাবু । ব্যক্তিগত জীবনে একনিষ্ঠ মোহনবাগান প্রেমী ছিলেন। রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশন সভাপতির পদে ছিলেন আমৃত্যু। তাঁর এই আকস্মিক প্রয়াণে ময়দানেও নেমে এসেছে শোকের ছায়া। 

ADVERTISEMENT

মোহনবাগান- ইস্টবেঙ্গল ম্যাচে বহুবার তাঁকে দেখা গেছে গ্যালারি থেকে গলা ফাটাতে। তাঁর মৃত্যু প্রসঙ্গে এটিকে মোহনবাগান শোকপ্রকাশ করেছে। প্রসূন ব্যানার্জীর মন্তব্য, “দাদা তোমাকে খুব মিস করবো, তুমি একজন গ্রেট লিডার”। লক্ষ্মীরতন শুক্লা সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য। তিনিও সুব্রত দার প্রয়াণে শোকস্তব্ধ। শোকপ্রকাশ করেছে এটিকে-মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে মহামেডান সহ সিএবির কর্মকর্তারা। 

শুক্রবার সকালেই রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। সকাল ১০টা থেকে দুপুর ২ পর্যন্ত সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। দুপুর ২টোর পর সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বালিগঞ্জ কেন্দ্রের বিভিন্ন জায়গায়। তারপর সেখান থেকে বাড়ি। বাড়ি থেকে একডালিয়া এভারগ্রিন ক্লাব হয়ে মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়রকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। সেখানেই গান স্যালুটে শেষকৃত্য সম্পন্ন হয়। 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait