ভারতের কোচ নির্বাচিত রাহুল দ্রাবিড়, শিলমোহর দিল বিসিসিআই

ভারতের কোচ নির্বাচিত রাহুল দ্রাবিড়, শিলমোহর দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের হেড কোচ পদে রাহুল দ্রাবিড়ের নামেই সিলমোহর দিল বিসিসিআই। দ্রাবিড় যে কোচ হতে চলেছেন তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বুুধবার ভারত-আফগানিস্তান ম্যাচ চলাকালীনই দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার হেড কোচ পদে দ্রাবিড়ের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল বিসিসিআই। জানা যাচ্ছে ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজ থেকেই কোহলিদের কোচের পদে দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।  বুধবার বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি সর্বসম্মতিক্রমে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন কোচ হিসেবে বেছে নিল রাহুল দ্রাবিড়কেই। দ্রাবিড়ের ভারতীয় টিমের কোচ হওয়ার মধ্যে কোনও চমক নেই। আইপিএল শেষ হওয়ার পরই তাঁকে কোচ করার ব্যাপারে রাজি করিয়ে ফেলেছিলেন প্রেসিডেন্ট সৌভ গঙ্গোপাধ্যায়। মিডিয়াতে ছড়িয়েও পড়েছিল সে খবর। তবে তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই ভাবা হয়েছিল ‘দ্য ওয়াল’কে। কিন্তু দিন কয়েকের মধ্যেই পুরো ছবিটা পাল্টে যায়। পূর্ণ মেয়াদের কোচ করার দাবি ওঠে। বিসিসিআই নতুন কোচের জন্য ইচ্ছুক ব্যক্তিদের আবেদন চেয়ে বিজ্ঞাপনও দেয়। শেষ দিন কোচ হওয়ার জন্য আবেদন করেন রাহুল। প্রত্যাশা মতো তিনিই কোচ হলেন।

ADVERTISEMENT

দ্রাবিড় বলেছেন, ‘ভারতের চিফ কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। এই ভূমিকায় যাতে সাফল্য পাই, সে চেষ্টা করব। রবি শাস্ত্রীর কোচিংয়ে টিম দারুণ পারফর্ম করেছে। সেখান থেকে টিমকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস।’ গত কয়েক বছর ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিফ কোচের দায়িত্ব সামলেছেন। ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিষাণদের মতো যে সব তরুণ ক্রিকেটার ভারতীয় টিমে খেলছেন, তাঁদের উত্থান দ্রাবিড়ের হাত ধরেই। তাঁর কোচ হওয়ার অর্থই হল, বোর্ডও নতুন প্রজন্মকে ধীরে ধীরে প্রজেক্ট করতে চাইছে। দ্রাবিড় বলেছেন, ‘যারা এখন টিমে খেলছে, তাদের অনেককেই এনসিএ, অনূর্ধ্ব ১৯ জাতীয় টিম, ভারতীয় এ টিমে পেয়েছি। নিজেদের আরও উন্নত করার জন্য ওরা কতটা মরিয়া, সেটা খুব ভালো করে জানি। আগামী দু’বছর বেশ কিছু দারুণ ইভেন্ট রয়েছে। টিম যাতে সাফল্য পায়, সে দিকে তাকিয়েই এগিয়ে যেতে চাই।’

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait