টেবিল টেনিসে টোকিওতে বিদায় ভারত, হার ব্যাডমিন্টনেও

টেবিল টেনিসে টোকিওতে বিদায় ভারত, হার ব্যাডমিন্টনেও

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে শেষ ভারতের টেবল টেনিস দলের অভিযান। গতকাল হেরে গিয়েছিলেন মনিকা বাত্রা ও সুতীর্থা মুখোপাধ্যায়। আর এবার পুরুষদের সিঙ্গলসে চিনের প্রতিদ্বন্ধীর কাছে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন শরথ কমল। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে কামব্যাক করলেও, তারপর আর ম্যাচে ফিরতে পারেননি ভারতের ১ নম্বর পুরুষ প্যাডলার। এদিন চিনের লং মা-র বিরুদ্ধে প্রথম সেটে ৭-১১ ফলে হারেন শরথ। দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক। ১১-৮ ফলে হারিয়ে ম্যাচে সমতায় ফেরেন শরথ কমল। তৃতীয় সেটে দুরন্ত লড়াই জারি ছিল শরথের। ১৩-১১ ফলে হারলে, তৃতীয় সেটের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। এরপরই ম্যাচ থেকে হারিয়ে যান শরথকমল। চতুর্থ ও পঞ্চম সেটে, দাঁড়াতেই পারেননি ভারতের ১ নম্বর প্যাডলার। ১১-৪ , ১১-৪ ফলে দুটি সেটে শরথ কমলকে হারিয়ে দেন লং মা।  এর আগে মিক্সড ডাবলসে হার হয়েছিল শরথ কমল-মনিকা বাত্রা জুটির। তারপর মহিলাদের সিঙ্গলসে হেরে বিদায় নিয়েছেন মনিকা বাত্রা ও সুতকীর্থা মুখোপাধ্যায়। আর আজকের শরথের হারের পর অলিম্পিক থেকেই বিদায় নিল ভারতের টেবল টেনিস দল।    

ADVERTISEMENT

অন্যদিকে টোকিও অলিম্পিকে পুরুষদের ডবলসের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে দুরন্ত জয় পায় ভারতের জুটি চিরাগ শেট্টী ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। ৪৪ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে হারায় গ্রেট ব্রিটেনের বেন লেন ও শন ভেন্ডিকে। প্রথম সেটে অনায়াসেই জয় হাসিল করে ভারত। কেবল ১৮ মিনিটেই ব্রিটেনের জুটিকে পরাস্ত করে দেয় ভারত। তবে দ্বিতীয় সেটে কিছুটা লড়াই দেখায় ব্রিটেনের জুটি। তবে শেষ অবধি দারুণ জয় হাসিল করে নিলেন চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ। শেষ অবধি ২১-১৭, ২১-১৯ এ ফলাফল দাঁড়ায়। কিন্তু জিতেও কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারল না ভারতের এই জুটি। গ্রুপ এতে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এবং নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম দুই দলই কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারবে। ফলে তিন ম্যাচে দুটিতে জয় পেলেও পরের রাউন্ডে যেতে পারলেন না চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait