তিরুমালা মন্দিরে সিন্ধু, খুলবেন অ্যাকাডেমি, শ্রীজেশ নাম হলেই বিনামূল্যে পেট্রোল

তিরুমালা মন্দিরে সিন্ধু, খুলবেন অ্যাকাডেমি, শ্রীজেশ নাম হলেই বিনামূল্যে পেট্রোল

স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী ভারত তথা বিশ্বের স্টার ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু বৃহস্পতিবার তিরুমালা মন্দিরে ঠাকুরের দর্শন করতে যান। টানা দু'বার অলিম্পিকসে পদক হাসিল করে সকলের প্রশংসা কুড়িয়েছেন সিন্ধু। গতবার রিও অলিম্পিকসে রুপো জয়ের পর এবার তাঁর থেকে আরও বেশি কিছু আশা করেছিল দেশবাসী। তবে, বেশি না পেলেও কাউকে নিরাশ করেন নি তিনি। বৃহস্পতিবার তিরুমালা মন্দিরে পৌঁছে ভগবানের দর্শনের পাশাপাশি পুজোও দেন অলিম্পিক্সে পদকজয়ী সিন্ধু। আর পুজো দেওয়ার পর তিনি জানান, খুব শীঘ্রই নিজের অ্যাকাডেমি খুলছেন তিনি। সিন্ধু বলেন, আমি রাজ্য সরকারের সাহায্য নিয়ে খুব শীঘ্রই যুব খেলোয়াড়দের জন্য বিশাখাপত্তনমে ট্রেনিং অ্যাকাডেমি খুলব। সিন্ধু জানান, দেশের যুবদের খেলার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করতে আর তাঁদের আরও উন্নত করতেই এই ট্রেনিং অ্যাকাডেমি খোলা হবে। উল্লেখ্য, সিন্ধু লাগাতার দুটি অলিম্পিক্সে মেডেল জয়ী প্রথম ভারতীয় মহিলার খেতাব অর্জন করেছেন। গতবার রুপো জয় যেমন ইতিহাস ছিল, এবার ব্রোঞ্জ জয়েও তাঁকে গোটা ভারতের মানুষই অনেক ভালোবাসা দিয়েছে।

ADVERTISEMENT

অন্যদিকে কারও নাম যদি শ্রীজেশ হয়, তাহলে সেই ব্যক্তি ৩১ অগস্ট পর্যন্ত বিনামূল্যে পেট্রোল পাবেন। জন্মস্থান এর্নাকুলামে আগেই তাঁর নামে রাস্তা তৈরি হয়েছিল। এ বার সেখানে পিআর শ্রীজেশের সম্মানে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে টি শার্ট।   টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী হকি দলের এই গোলরক্ষককে এমন ভাবেই সম্মান জানাচ্ছেন তাঁর এলাকার মানুষ। টি সুরেশ কুমার নামে এক স্থানীয় দোকানি বলছেন, 'এখনও পর্যন্ত অগণিত ফোন পেয়েছি। অনেকে তো দোকানেই ভিড় জমিয়েছে। শ্রীজেশের সম্মানে আরও কয়েক দিন বিনামূল্যে ওর ছবি বসানো টি শার্ট বিলি করতে চাই। ওর জন্য আমাদের এলাকার পরিচিতি হয়েছে। সেই দোকানির এমন আবেগকে শুরুতেই অনেকেই গুরুত্ব দেয়নি। কেউ কেউ আবার নিছক মজা বলে মনে করেছিলেন। তিনি বলছিলেন, 'এই বিষয়টা ফেসবুকে দেওয়ার পরেও অনেকে বিশ্বাস করতে পারছিল না। পরে দোকানে আসার পর তাদের বিশ্বাস হয়েছে।' একই রকম আবেগ দেখা যাচ্ছে এর্নাকুলামের একাধিক পেট্রোল পাম্পে। সেই এলাকার কোনও মানুষের নাম শ্রীজেশ হলেই তিনি ৩১ অগস্ট পর্যন্ত বিনামূল্যে পেট্রোল পাবেন। তাঁকে নিজের পরিচয়পত্র দেখাতে হবে।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait