বার্সেলোনা ছেড়ে এবার মেসির নতুন ঠিকানা পিএসজি

বার্সেলোনা ছেড়ে এবার মেসির নতুন ঠিকানা পিএসজি

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন আগের ঘটনা। নিজের পারিশ্রমিক অর্ধেক করে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। কথা ছিল কয়েক দিনের মধ্যেই সরকারি ভাবে মেসির নতুন চুক্তির কথা ঘোষণা করা হবে। তবে হঠাৎই বৃহস্পতিবার রাতে ক্লাব কর্তৃপক্ষ এবং মেসির এজেন্টদের মধ্যে এক আলোচনা সভা বসে। এরপরেই জানিয়ে দেওয়া হয় লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকছেন না। সরকারি ভাবে ক্লাবের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। পিএসজিতে যোগ দিতে চলেছেন এলএম টেন। 
 

ক্লাবের এই বিবৃতিতে জানানো হয় ‘বার্সেলোনা এবং মেসির মধ্যে নতুন চুক্তির বিষয়ে কথাবার্তা পাকা হয়ে গেলেও এবং দুই তরফই নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আগ্রহী হওয়া সত্ত্বেও লা লিগার আর্থিক এবং পরিকাঠামোগত বাধার দরুণ এই চুক্তি স্বাক্ষর করা সম্ভব নয়। ফলস্বরূপ মেসি বার্সেলোনাতে থাকছেন না।’ বার্সেলোনার তরফে মেসিকে তাঁর ব্যক্তিগত এবং খেলোয়াড় জীবনের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্লাবে তাঁর অবদানের জন্যও ধন্যবাদ জানানো হয়েছে। আর্জেন্তিনা থেকে বালক হিসাবে বার্সেলোনাতে যোগ দিয়ে রূপকথা শুরু হয়েছিল লিওনেল মেসির। ২১ বছর পর মেসি বার্সেলোনা ছাড়লেন ফুটবল দুনিয়ার লেজেন্ড হিসেবে।

ADVERTISEMENT

এই দলবদলের বাজারে বিশ্বের একাধিক শীর্ষস্তরের ক্লাব ৩৪ বছর বয়সী জাদুকরকে সই করাতে মুখিয়ে ছিল।পিএসজি, ম্যাঞ্চেস্টার সিটি, দুই দলের সঙ্গেই বহুদিন ধরে মেসির নাম জড়িয়েছে। ইতিমধ্যে মেসিকে সই করাতে আগ্রহী পিএসজি। আবার পুরাতন গুরু পেপ গুয়ার্দিওলার জন্য হয়ত ম্যাঞ্চেস্টার সিটিতেও যেত। চেলসির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। যদি লুকাকু কে না পায় তাহলে চেলসি মালিক রোমান আব্রাহিমোভিচ কিন্তু মেসির জন্য অল আউট যেত। এদিকে ইন্টার মিলান যদি লুকাকু কে ছেড়ে দেয় তাহলে ইন্টার ও মেসির জন্য দৌড়াবে বলে মনে করা হচ্ছিল। সেক্ষেত্রে সিরি আ তে আরো একবার মেসি রোনাল্ডো মুখোমুখি হতেন কারন রোনাল্ডো জুভেন্টাসেই থাকছেন। ম্যান ইউ এর নাম উঠলেও ম্যান ইউ তে মেসির সম্ভাবনা কম ছিল কারন ইতিমধ্যে তারা জডন স্যাঞ্চো কে দলে নিয়েছে। তবে শেষ পর্যন্ত মেসি পিএসজিতেই গেলেন। তাঁর সাথে ২০২৪ পর্যন্ত চুুক্তি হয়েছে পিএসজির। সেখানে পুরাতন বন্ধু নেইমার ও ডি মারিয়া কে পাবেন মেসি।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait