প্রয়াত প্রাক্তন ভারতীয় অলিম্পিয়ান ফুটবলার চন্দ্রশেখর

প্রয়াত প্রাক্তন ভারতীয় অলিম্পিয়ান ফুটবলার চন্দ্রশেখর

স্পোর্টস ডেস্ক: আবারও একবার ভারতীয় ফুটবলে শোকের ছায়া। মঙ্গলবার কেরালার কোচিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ভারতীয় অলিম্পিয়ান ফুটবলার চন্দ্রশেখর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে ডিমনেশিয়াতে (স্মৃতির রোগ) ভুগছিলেন তিনি। ভারতীয় দলে একজন ডিফেন্ডার হিসেবে খেলতেন চন্দ্রশেখর। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতীয় দলের গুরুত্বরপূর্ণ সদস্য ছিলেন তিনি। রোম অলিম্পিকে ফ্রান্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করা ম্যাচে ভারতের রক্ষণ সামলেছিলেন তিনি। রবিবার প্রয়াত হয়েছেন এসএস হাকিম। ঠিক এক দিন পর ফের ফুটবল দুনিয়ায় নক্ষত্রপতন। ভারতীয় দলের হয়ে চন্দ্রশেখর ১৯৬২ সালে এশিয়ান গেমসে  সোনা জিতেছিলেন। ১৯৬৪ সালে এএফসি এশিয়ান কাপে রুপো অর্জন করেছিলেম। মারডেকা টুর্নামেন্টে  দু’বার রুপোজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।

ADVERTISEMENT

১৯৬৩ সালে মহারাষ্ট্র দলের হয়ে সন্তোষ ট্রফিও জিতেছিলেন তিনি। চন্দ্রশেখরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল ও এআইএফএফের  সেক্রেটারি কুশল দাস । অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল বলেন, “এই খবরটি ভীষণই দুঃখজনক যে, শ্রী চন্দ্রশেখর আর নেই। তিনি ভারতীয় দলের অন্যতম সফল একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ভারতে খেলাধুলায় তাঁর অবদান কখনও ভোলার না। তাঁর মৃত্যুতে আমি শোকজ্ঞাপন করছি।” এআইএফএফের সেক্রেটারি কুশল দাস বলেন, “শ্রী চন্দ্রশেখর নব প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার মতো একজন ব্যক্তিত্ব এবং তাঁর কর্মজীবনের মাধ্যমে তিনি অনেক প্রশংসা অর্জন করেছেন। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাঁর আত্মার শান্তি কামনা করি।” 

 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait