স্প্যানিশ ঝড়ে উড়ে গেল স্লোভাকিয়া 

স্প্যানিশ ঝড়ে উড়ে গেল স্লোভাকিয়া 

স্পোর্টস ডেস্ক: গ্রুপের শেষ ম্যাচে সব সমালোচনার জবাব দিয়ে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন।  গ্রুপের শেষ ম্যাচে স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল স্প্যানিস আর্মাডা। ই গ্রুপের অন্যম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিল লিওনডস্কির পোল্যান্ড। এদিন সবার নজর ছিল ই গ্রুপের ফেভারিট স্পেনের বিরুদ্ধে। প্রথম দুই ম্যাচ ড্রয়ের পর এদিন গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামে স্পেন। ম্যাচের শুরুতে মোরাতার পেনাল্টি মিস। পেনাল্টি হাতছাড়া হওয়ার পর দমে যাওয়া নয়, বরং নতুন উদ্যমে ফের গোলের জন্য ঝাঁপাল কোকে-সারাবিয়ারা।স্পেনের ক্রমাগত আক্রমণে দিশেহারা স্লোভাকিয়া ডিফেন্স প্রথম ভুল করে ম্যাচের ৩০ মিনিটে।ডুব্রাভকার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে। নিয়মিত ব্যবধানে গোল করে স্পেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের গোল স্পেনের। এবার গোল লাপোর্তের। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে লুই এনরিকের দল। দ্বিতাীয়ার্ধের শুরু থেকে স্প্যানিশ ঝড় ছিল অব্যাহত। ৫৬ মিনিটে জর্ডি আলবার পাস থেকে সারাবিয়ার গোলে ব্যবধান বাড়ায় স্পেন। ৬৭ মিনিটে স্পেনের হয়ে চতুর্থ গোল টোরেসের। ম্যাচের ৭১ মিনিটে ফের আত্মঘাতী গোল স্লোভাকিয়ার।কুকার আত্মঘাতী গোলে ঘরের মাঠে তখন অপ্রতিরোধ্য স্পেন। অবশেষে ৫-০ গোলে ম্যাচ জয় স্প্যানিশ আর্মাডার। এই জয়ের ফলে ইউরোর মঞ্চে নতুন কীর্তি গড়ল স্পেন। এত বড় ব্যবধানে এই প্রথম জয় পেল স্পেন। প্রিকোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। 

ADVERTISEMENT

অন্যদিকে গ্রুপ-ই এর গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রেসটভস্কি স্টেডিয়ামে যখন মুখোমুখি হয়েছিল লেওয়ানডোস্কি পোল্যান্ড এবং সুইডেন তখন পরবর্তী নক আউট রাউন্ডে যাওয়ার জন্য দু'দলের কাছে চিত্রটা ছিল একেবারে কাঁচের মতো স্বচ্ছ। পোল্যান্ডকে যে কোনভাবেই হোক জিততে হত। সুইডেনের ড্র করলেই চলত। এই অবস্থায় খেলতে নেমে পোল্যান্ডের যখন আক্রমনাত্মক ফুটবল খেলার কথা তখন মাঠে ধরা পড়ল একেবারে ভিন্ন চিত্র। খেলা শুরু হওয়ার পরেই চাপে পড়ে যায় পোল্যান্ড। সেন্ট পিটার্সবার্গের মাঠে কিছু বুঝে ওঠার আগেই এমিল ফ্রসবার্গের গোলে ১-০ ফলে পিছিয়ে পড়ে পোল্যান্ড। বিরতি থেকে ফিরে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লেওয়ানডোস্কি পোল্যান্ড। জিলেনস্কির দূরপাল্লার শটকে অসাধারণভাবে বাঁচান গোলরক্ষক ওলসেন। দুরন্ত কাউন্টার অ্যাটাকে জুভেন্তাসে খেলা ফরোয়ার্ডের বাড়ানো অ্যাসিস্টে ম্যাচে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন ফ্রসবার্গ। ২-০ তে পিছিয়ে পড়ার পড়ে ২ মিনিটের মাথায় জিলেনস্কির বাড়ানো পাসে কাটব্যাক করে কোনাকুনি শটে ২-১ করে ম্যাচ জমিয়ে দেন লেওয়ানডোস্কি।আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ দারুণ উপভোগ্য হয়ে ওঠে। তবে পোল্যান্ড কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না। ৮৪ মিনিটে ফ্রানকোস্কির পাসে ছয় গজ দূর থেকে গোল করতে ভুল করেননি পোলিশ অধিনায়ক। ম্যাচ ২-২ ফলে জমে ওঠে। রুদ্বশ্বাস এক ম্যাচের সাক্ষী থাকেন অগনিত দর্শক। জয়ের জন্য কাঙ্খিত গোলের সন্ধানে আক্রমণের সুনামি তোলে পোল্যান্ড। যখন মনে হচ্ছিল ম্যাচ হয়ত ড্র তে শেষ হতে চলেছে ঠিক সেই সময় ৯০ মিনিটের পরে যোগ করা অতিরিক্ত সময়ের ৪ মিনিটের মাথায় এক সহজ ট্যাপ ইনে দলের হয়ে জয়সূচক গোল করে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ ফলে সুইডেনকে দুরন্ত জয় উপহার দেন ক্লাইসন।                  
 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait