১ গোলে জিতে কোপার সেমিতে ব্রাজিল, এবার লড়াই মেসিদের

১ গোলে জিতে কোপার সেমিতে ব্রাজিল, এবার লড়াই মেসিদের

স্পোর্টস ডেস্ক: ভারতীয় সময় শনিবার ভোরে কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সেরা দুই দল মুখোমুখি হয়েছিল। ব্রাজিল  ও চিলি। ফলে ম্যাচ ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল সাম্বা সমর্থকদের মধ্যে। তবে খেলা দেখে খুব একটা মন ভরল না সমর্থকদের। যদিও চিলির বিরুদ্ধে ১-০ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ইয়েলো ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলদাতা প্যাকোয়েতা। প্রথমার্ধে কয়েকটি ভাল মুভ বা গোলের হাফ চান্স তৈরি হওয়া ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছুই ছিলনা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই দলই নেমেছিল নিজেদের উজজাড় করে দিতে। ব্রাজিল কোচ তিতের একটি পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এদিন শুরু থেকেই একদম অফফর্মে ছিলেন ফির্মিনহো।দ্বিতীয়ার্ধের শুরুতে তঁকে বসিয়েই নামানো হয় প্যাকোয়েতাকে।আর তাতেই কেল্লাফতে। চিলির বক্সে নেইমারের থেকে পাস। গোল করতে ভুল করেননি প্যাকোয়েতা।  আর কোনও গোল আসেনি ম্যাচে। ফলে ১ গোলে জিতেই সেমিতে সাম্বা। 

ADVERTISEMENT
Swades Times Book

গোল করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিপত্তি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়াল জেসুস। বল ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন চিলির ইউজেনিয়ো মেনা। প্রায় উড়ে এসে তাঁর মুখে পা চালান জেসুস। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বার করে দেন রেফারি। এছাড়াও ৬২ মিনিটের মাথায় ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিল চিলি। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। ভার-এর সাহায্য নিয়ে দেখা হয় সত্যিই অফসাইড ছিল কি না। তবে তাতেও লাভ হয়নি চিলির। অন্য কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ চারে পেরু।ম্যাচের নির্ধারিত সময়ে খেলার স্কোর ছিল ৩-৩। টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে পেরু। সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। 

নেইমারদের পর এবার কোপা আমেরিকার ডু অর ডাই লড়াই-এ নামছে মেসিরা। ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ৬ টায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে ইকুয়েডর। আবারও মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় সমর্থকরা। মেসির একমাত্র লক্ষ্য এই মুহূর্তে দেশকে চ্যাম্পিয়ন করা।  ব্রাজিলের মাঠে কোপা জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে নামছেন লিয়োনেল মেসি। এ বার গ্রুপ পর্বে তিনটি গোল করেছেন তিনি। কোচ লিয়োনেল স্কালোনি বলেছেন, “এই পর্বে সমস্ত দলই সমান বিপজ্জনক। ইকুয়েডর দলটা গতিশীল, তারই সঙ্গে ওরা একটু শরীরী ফুটবলে বিশ্বাস করে। ফলে আমাদের সতর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিতে হবে।” ফলে প্রতিপক্ষকে দূর্বল ভাবতে রাজি নন কোচ। এলএম টেনও প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। প্রথম থেকেই গোল তুলে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে মেসিদের কাছে। অন্যদিকে কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে শনিবার মধ্যরাতে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও কলম্বিয়া। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait