অগাস্টে মালদ্বীপেই এএফসি কাপ খেলবে সবুজ-মেরুণ

অগাস্টে মালদ্বীপেই এএফসি কাপ খেলবে সবুজ-মেরুণ

স্পোর্টস ডেস্ক: আগামী আগস্টেই আয়োজিত হবে এএফসি কাপ । বেঙ্গালুরু এফসি , এটিকে মোহনবাগানের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মালদ্বীপেই । এমনটাই জানানো হয়েছে এএফসির পক্ষ থেকে।  এশিয়ান ফুটবল কনফেডারেশন এদিন জানিয়েছে যে ২০২১ এফসি কাপের প্লে অফ এবং গ্রুপ পর্বের  ম্যাচ গুলি মালদ্বীপে খেলা হবে। এফসি কাপ (দক্ষিণ) গ্রুপ ডি’র ম্যাচগুলি যথাক্রমে আগস্ট এর ১৮,২১ এবং ২৪ তারিখ খেলা হবে।  ২০১৬ এএফসি কাপের রানার আপ দল বেঙ্গালুরু এফসি ১৫ই আগস্ট মুখোমুখি হবে মালদ্বীপের দল ঈগলসের। এই ম্যাচে জয়ী দল যোগ দেবে গ্রুপ ডি’তে ভারতের এটিকে মোহনবাগান, মেজিয়া স্পোর্টস এবং রিক্রিয়েশন ক্লাব এবং ২০২০-২১ মরশুমে বাংলাদেশের ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংসের সঙ্গে। করোনার কারণে দোহায় আয়োজিত এএফসির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে এএফসির পক্ষ থেকে।

ADVERTISEMENT

চলতি বছরের মে মাসে মালদ্বীপে আয়োজনের কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আচমকাই স্থগিত হয়ে যায় এএফসি কাপ। যদিও ওই ঘটনার জন্য কিছুটা হলেও দায়ী ছিলেন বেঙ্গালুরু এফসির কয়েকজন ফুটবলারও। এএফসি কাপের জৈব বলয় ভেঙে রাতে বেঙ্গালুরু এফসির ফুটবলারদের দেখা যায় বাইরে ঘুরে বেড়াতে। যা একেবারেই ভালভাবে নেয়নি গ্রুপ পর্বের আয়োজক মালদ্বীপের সরকার। বায়ো বাবল ভাঙায় বেঙ্গালুরুর কাছে জরিমানা চাওয়ার পাশাপাশি টুর্নামেন্ট আয়োজনেও আপত্তি জানায় তারা। বিশ্বস্ত সূত্রের খবর, এরপরই নিরুপায় হয়ে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এএফসি।         

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait