এই চিনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করছে ভারতকেও

এই চিনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করছে ভারতকেও

চিনের রহস্যজনক “করোনা” ভাইরাসের প্রকোপে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। চীন সরকার কর্তৃক বিষয়টির সত্যতা জানানো হয়েছে। চিন্তার বিষয় হলো ভইরাস ক্রমে ভারতের বুকে হানা দিতে শুরু করেছে।


এই ভইরাসের প্রকোপ নিয়ে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু”। এই ভইরাসের প্রকোপ নিয়ে স্বাস্থ্য বিষয়ক জরুরী অবস্থা জারি নিয়ে জেনিভিয়া বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভইরাসের প্রকোপ নিয়ে রীতিমতো চিন্তিত বিশ্ববাসী।

 

“করোনা” ভইরাসের প্রাথমিক উপলক্ষ সর্দি কাশি থেকে চিহ্নিত করা যেতে পারে। সর্দি কাশির সাথে থাকে প্রবল জ্বর। ভইরাসটি কারণে মূলতঃ ফুসফুসের ক্ষতি হচ্ছে।
মূলতঃ গবাদি পশু থেকেই ছড়াচ্ছে “করোনা” ভইরাস। গবাদি পশুর লোম, মল থেকেই এই ভইরাসের সংক্রমনের প্রবণতা বাড়ছে। পশুর দেহ থেকে মানুষের দেহে সংক্রামক হওয়ার আশঙ্কা। এই আশঙ্কা থেকেই মানুষদের গবাদি পশুর সংস্পর্শ থেকে দূরে রাখা হচ্ছে।

ADVERTISEMENT


ভারতে যাতে এই রোগের প্রকোপ আসতে না পারে সে বিষয়ে স্পেশাল ব্যাবস্থা নিচ্ছেন দিল্লি। চিনা যাত্রীদের বিশেষ ভাবে স্বাস্থ্য পরীক্ষা করে বিমান বন্ধরে প্রবেশ করানো হচ্ছে। কলকাতা সহ ৭টি বিমানবন্দরে এই সতর্কতা জারি করা হয়েছে। এই ভইরাস জেরে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৭০০।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait