বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, বিসিসিআই এর প্রস্তাব ফেরালেন জয়বর্ধনে

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, বিসিসিআই এর প্রস্তাব ফেরালেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএল শেষ করেই বিশ্বকাপ। বিভিন্ন দলে একে অপরের বিরুদ্ধে খেলার পর এক সঙ্গে খেলতে নামবেন কোহলি, রোহিত শর্মারা। তাই আগে থেকে প্রস্তুতি ম্যাচে নিজেদের দল গুছিয়ে নিতে চাইছে ভারত। বিরাট কোহলিদের টি-২০ বিশ্বকাপ শুরু পাকিস্তানের বিরুদ্ধে। সেই লক্ষ্যেই ১৮ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কোহলীরা। ইতিমধ্যেই ১৫ জনের ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। সবাইকে অবাক করে দলে জায়গা করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দলের মেন্টর হিসেবে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। অধিনায়ক বিরাট কোহলী জানিয়ে দিয়েছেন এই বিশ্বকাপের পরেই টি২০ ক্রিকেটে আর দলকে নেতৃত্ব দেবেন না তিনি। কোচ রবি শাস্ত্রীও সরে যেতে পারেন এই প্রতিযোগিতার পর। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ শুরু হবে ১৭ অক্টোবর থেকে। বাংলাদেশ, পাপুয়া নিউগিনি, ওমানের মতো দল খেলবে সেখানে। এই যোগ্যতা নির্ণায়ক পর্ব থেকে চারটি দল সুযোগ পাবে সুপার ১২ খেলার। সেখানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো ক্রমতালিকায় প্রথম আটটি দল অপেক্ষা করছে তাদের জন্য। 

ADVERTISEMENT

অন্যদিকে শোনা যাচ্ছে, শাস্ত্রীর জায়গায় ফের কোহলিদের হেডস্যার হতে পারেন অনিল কুম্বলে । চর্চায় রয়েছে ভিভিএস লক্ষ্মণের নামও। ভারতীয় ক্রিকেট দলের মসনদে বসার জন্য মাহেলা জয়বর্ধনেকেও  অফার করেছিল বোর্ড। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের অফার নাকি ফিরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। এই মুহূর্তে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের  কোচ জয়বর্ধনে। সূত্রের খবর, কুম্বলেকে প্রস্তাব দেওয়ার আগে জয়বর্ধনেকে প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের অফার ফিরিয়ে দেন মাহেলা। তিনি জানান, শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। তাই এখনই কোহলিদের দায়িত্ব নিতে চান না। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচের পদেও রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। এখন ভারতের কোচ হলে, তাঁর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগও উঠবে। সেক্ষেত্রে ছাড়তে হবে মুম্বইয়ের কোচের পদ। ১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে ২৪ তারিখ। টি-২০ বিশ্বকাপের পরই কোচের পদের জন্য বিজ্ঞপ্তি জারি করবে ভারতীয় বোর্ড। 

উল্লেখ্য, ২০১৬ সালে বিরাটদের হেডস্যার করে আনা হয়েছিল অনিল কুম্বলেকে। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ- ৩ সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (তৎকালীন) সেই সময় অনিল কুম্বলেকে কোচ হিসেবে বেছে নেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হারের পরই কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে। এরপর কোচ হন রবি শাস্ত্রী। এখন দেখার শাস্ত্রী জমানা শেষ হওয়ার পর সেই আসনে কে বসেন।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait