তিন ম্যাচে হারের পর প্রথম জয় মুম্বইয়ের, শ্রেয়স ফিরতে পারেন বিশ্বকাপে

তিন ম্যাচে হারের পর প্রথম জয় মুম্বইয়ের, শ্রেয়স ফিরতে পারেন বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক: হারের হ্যাটট্রিকের ব্যর্থতা কাটিয়ে অবশেষে জয়ের সরণীতে ফিরল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে চেন্নাই, তারপর একে-একে কেকেআর ও আরসিবির কাছে হার হজম করেছে মুম্বই।  গত কয়েক ম্যাচে বার-বারই চরম সমালোচনার মুখে পড়েছে দলের মিডল অর্ডার। কিন্তু এদিন মিডল অর্ডারের লড়াইয়ে ভরসা করেই পঞ্জাব বধ করল মুম্বই। লড়াইয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন সৌরভ তিওয়ারি। আর এরপর কাজটা বিধ্বংসী মেজাজে ঝড়ো ইনিংস খেলে সমাপ্ত করলেন হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ড। অনবদ্য ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক। ৩০ বলে ৪০ রানে অপরাজিত রয়ে গেলেন তিনি। তাঁর ইনিংসে সাজানো ছিল চারটি চার ও দুটি ছয়। অন্যদিকে হার্দিককে যোগ্য সঙ্গ দিলেন ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। ৭ বলে ১৫ রানে অপরাজিত থেকে যান পোলার্ড। আইপিএলের দ্বিতীয় পর্বে পর-পর তিন ম্যাচে হেরে লিগ টেবিলে সাত নম্বরে চলে গিয়েছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই। ফলে এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ছিল রোহিতের দল। এদিন টস জিতে ফিল্ডিং নেয় মুম্বই। প্রথমে ব্যাট করে কেএল রাহুলের পঞ্জাব তোলে ৬ উইকেটে ১৩৫ রান। রাহুলের দলের হয়ে একমাত্র নজর কাড়লেন আদিন মার্করাম। তিনি করেন ২৯ বলে ৪২ রান।

ADVERTISEMENT

১৩৬ রানের টার্গেট নিয়ে মাঠে নামে মুম্বই। শুরুতেই ৮ রানে ফিরে যান রোহিত শর্মা। তবে অপর ওপেনার কুইন্টন ডিকক করেন ২৭ রান। এরপর ১ বলে ০ রানেই ফিরে যান সূর্যকুমার। ভরসা যোগালেন সৌরভ তিওয়ারি। ৩৭ বলে ৪৫ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ের পথ অনেকটাই পরিস্কার করে দেন সৌরভ। আর এরপর জয় সুনিশ্চিত করলেন হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ড। ৪০ রান করেন হার্দিক। ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৬ উইকেটে পঞ্জাবকে হারিয়ে ম্যাচ জেতার সঙ্গে-সঙ্গে, লিগ টেবিলে সাত নম্বর থেকে একেবারে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই। অপরদিকে লিগ টেবিলে মুম্বইয়ের থেকে একধাপ নিচে ছয় নম্বরে নেমে গেল রাহুলের পঞ্জাব কিংস।

অন্যদিকে বিশ্বকাপ খেলা হয়ে যেতে পারে শ্রেয়স আইয়ারের। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকলেও তাঁকে তৈরি থাকতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর কারণ, বিশ্বকাপের দলে যাঁরা আছেন, চলতি আইপিএল-এ তাঁরা খুব একটা ভাল ছন্দে নেই। ভারতের বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও আইসিসি-র নিয়ম অনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত দলে পরিবর্তন করা যেতে পারে। বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে একটি ওয়েব সাইট লিখেছে, ‘‘একটু চিন্তা তো আছে। তবে এখনও বেশ কয়েকটা ম্যাচ বাকি আছে। আশা করি, তার মধ্যে সবাই ফর্মে ফিরবে। ভারতের হয়ে খেলার সময় সূর্যকুমার রানের মধ্যেই আছে। তাই এই মুহূর্তে ওকে নিয়ে আমরা চিন্তা করছি না। ঈশানও শ্রীলঙ্কায় ভাল খেলেছে। গত রবিবার বিরাট কোহলীও ওর সঙ্গে কথা বলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’’

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait