অলিম্পিকে দেশের প্রথম পদক চানুর, হতাশ করল শুটিং বিভাগ

অলিম্পিকে দেশের প্রথম পদক চানুর, হতাশ করল শুটিং বিভাগ

স্পোর্টস ডেস্ক:  একদিকে অলিম্পিকে প্রথম দিনেই ভারতকে প্রথম পদক এনে দিলেন মীরাবাই চানু। ৪৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন তিনি। স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্সি ১১৫ কেজি মোট ২০২ কেজি ওজন তোলেন। ২০১৬ সালে অলিম্পিকে তিনি শেষ করতে পারেননি। কিন্তু এবারের অলিম্পিকে পদক জিতে ফিরে আসার এক দুর্দান্ত নিদর্শন রাখলেন মীরাবাই চানু। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন মীরাবাই।

অন্যদিকে টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। কিন্তু টোকিও গমসের দ্বিতীয় দিন শুটিং বিভাগ চূড়ান্ত হতাশ করল দেশবাসীদের। ১০ মিটার এয়ার পিস্তলে সাড়া জাগিয়ে ফাইনালে উঠেও পদক অধরা সৌরভ চৌধুরির। এছাড়া বিশেষ নজর ছিল আর্চারিতে ভারতের মিক্সড ডাবলস জুটির দিকে। সেখানেও হতাশ করলেন দীপিকা-প্রবীণরা। হকিতে মনপ্রীতরা জয় দিয়ে অলিম্পিক যাত্রা শুরু করলেও হতাশ করলেন রানিরা। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল (এলাভেনিল ভালারিভেন, অপূর্বী চাণ্ডিলা) – মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করলেন এলাভেনিল ভালারিভেন  ও অপূর্বী চাণ্ডিলা । এই দুই ভারতীয় শুটার মূলপর্বে যোগ্যতাই অর্জন করতে পারলেন না। ১৬ নম্বরে শেষ করলেন এলাভেনিল। ৩৬ নম্বরে শেষ করলেন অপূর্বী।  

ADVERTISEMENT

 ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনাল (সৌরভ চৌধুরি) – ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে হতাশ করলেন সৌরভ চৌধুরি । ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডে ৫৮৬ পয়েন্ট অর্জন করে ফাইনালে ওঠেন সৌরভ। তবে ফাইনালে ১৩৭.৪ পয়েন্ট অর্জন করে ৭ নম্বরে শেষ করলেন তিনি।ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল (অভিষেক ভার্মা) – টোকিও অলিম্পিকে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে কোয়ালিফাই করতেই ব্যর্থ হন ভারতীয় শুটার অভিষেক ভার্মা । শুরুর দিকে ভালো করে একসময় ৫ নম্বরে পৌঁছেছিলেন তিনি। কিন্তু অবশেষে ৫৭৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে শেষ করেন অভিষেক।
 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait