নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল ইংরেজদের, ক্ষুব্ধ পাক বোর্ড

নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল ইংরেজদের, ক্ষুব্ধ পাক বোর্ড

স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের ধাক্কা খেল পাকিস্তান। নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিরাপত্তাজনিত কারণে সিরিজ শুরুর আগেই পাক সফর বাতিল করে নিউজিল্যান্ড । পাক সরকারের নিরাপত্তার পূর্ণ আশ্বাস থাকলেও, সে দেশে থাকতে চাননি কিউয়ি ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পরে জানানো হয়, তাদের দুই ক্রিকেটারকে নাকি খুনের হুমকিও দেওয়া হয়েছিল। ১৮ বছর পর পাকিস্তান সফরে গেলেও মাঠে নামেনি নিউজিল্যান্ড দল। যা বড়সড় ধাক্কা পাকিস্তান ক্রিকেটে। নিউজিল্যান্ডের পর এ বার পাক সফর বাতিল করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও । সোমবার বিবৃতি দিয়ে এই খবর জানায় ইসিবি।  সোমবার ইংল্যান্ডের তরফে বিবৃতিতে বলা হয়, “টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে পাকিস্তানে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে রাজি হয়েছিলাম আমরা। মহিলা দলেরও ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এই সপ্তাহে বোর্ডের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তানে কোনও দল পাঠানো হবে না।”
 

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

বিবৃতিতে ইংল্যান্ডের সংযোজন, “ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য আমাদের কাছে সব থেকে আগে। যে সময়ে আমরা বাস করছি তাতে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই দেশে যাওয়া এই মুহূর্তে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে দলের ক্রিকেটাররা আরও চাপে পড়তে পারতেন। এমনিতেই দীর্ঘদিন বিভিন্ন নিয়মবিধি মেনে খেলতে খেলতে তাঁরা ক্লান্ত।”  যা দেখে বেজায় চটেছেন পাক বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা । সদ্য দায়িত্বে এসেই এই ধাক্কা সামলাতে হয়েছে তাঁকে। বিশ্বকাপের ম্যাচে এই বদলা নেওয়ার বার্তা দিয়েছেন রামিজ রাজা। একই সুর পাক অধিনায়ক বাবর আজমের গলাতেও। ইংল্যান্ডের পাক সফর বাতিলের পর বাবর বলেন, ‘আমরা সব সময় খেলার প্রতি আগ্রহ দেখাই। যেখানে অন্যান্যরা খেলতেই চায় না। আবারও আমরা হতাশ হলাম। ক্রিকেটের প্রতি আমাদের অনেক লড়াই, ঘাম, রক্ত মিশে আছে। আমরা এ বার থেকে শুধু বাঁচব না, ছিনিয়ে নেব।’ একই সঙ্গে নিজের দেশের নিরাপত্তার ব্যাপারেও পুরোপুরি বিশ্বাস থাকার কথা শোনান পাক অধিনায়ক। 

পাকিস্তান প্রাক্তন পেসার শোয়েব আখতারও রেগে গিয়েছেন এই ঘটনায়। অক্টোবরেই টি-২০ বিশ্বকাপ । পাকিস্তানের গ্রুপেই রয়েছে নিউজিল্যান্ড। ২৪ তারিখ ভারতের বিরুদ্ধে ম্যাচের পর ২৬ তারিখ শারজায় কিউয়িদের বিরুদ্ধে খেলবেন বাবর আজমরা। সেই ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়ে বদলা নেওয়ার বার্তা দিচ্ছেন শোয়েব আখতার। তিনি বলেন, ‘২৪ তারিখ ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করলেও, আমাদের আসল ম্যাচ ২৬ তারিখ। ওই ম্যাচেই আমাদের সমস্ত জ্বালা, যন্ত্রণা মেটাতে হবে। পাক বোর্ডের উচিত ওই ম্যাচের একাদশ বাছার ক্ষেত্রে হস্তক্ষেপ করা। ৩-৪ জন এমন ক্রিকেটারকে দলে রাখা উচিত, যাতে পাকিস্তানকে অনেক বেশি শক্তিশালী দেখায়। বিশ্বকাপই এমন এক মঞ্চ, যেখানে সমস্ত হতাশা কাটিয়ে দেওয়া যায়। পাকিস্তানের দলের উচিত ওই ম্যাচের জন্য নিজেদের পুরোদমে তৈরি করা। আমাদের দেশের জন্য এখন খারাপ সময় গেলেও এটা চিন্তার কোনও ব্যাপার নয়।’

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait