উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে  কোপায়  প্রথম জয় মেসিদের 

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে  কোপায়  প্রথম জয় মেসিদের 

স্পোর্টস ডেস্ক: সিরিজের শুরুটা খুব একটা ভালো যায় নি এলএম টেন অ্যান্ড কোম্পানির। প্রথম রাতেই তাঁদের প্রিয় তারকার থেকে গোল পেলেও, চিলির সঙ্গে ম্যাচ ড্র হওয়ায় হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। ফলে শুক্রবার মধ্যরাতে কোপায় মেসিদের দ্বিতীয় ম্যাচ ঘিরে অনেকখানি প্রত্যাশা ছিল। অবশেষে সমর্থকদের প্রত্যাশা কিছুটা পূরণ করল বিশ্ব ফুটবলের এই মহারথী দেশ।  উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় প্রথম জয়ের স্বাদ পেল আর্জেন্তিনা। গুইডো রডরিগেজের একমাত্র গোলে জয় পেল তাঁরা। ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন  মেসি।  শনিবার ভোরে লড়াই ছিল লুইস সুয়ারেজ বনাম লিয়োনেল মেসির। ২ জনের কেউই স্কোরকার্ডে নাম তুলতে পারেননি। কোপা আমেরিকায় গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং উরুগুয়ে। খেলা শেষে জয়ের হাসি লিয়োনেল মেসিদের মুখেই। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তাঁরাই। 

ADVERTISEMENT

চিলি ম্যাচের ড্র ভুলে এদিন নতুন উদ্দ্যমে লড়াইয়ে নেমেছিল আর্জেন্তিনা। ম্যাচের ১৩ মিনিটেই বক্সের বাইরে থেকে মেসির দুরন্ত সেন্টার থেকে মাথা ছুইঁয়ে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন গুইডো রডরিগেজ। এদিন ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স ছিল ফুটবলের আধুনিক সুপারস্টারের। আর্জেন্তিনা বনাম উরুগুয়ে ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। লাতিন আমেরিকার অন্যতম সেরা ফুটবল লড়াই বলে অভিহিত হয়  এই ম্যাচ। মেসিদের বিরুদ্ধে সুয়ারেজ-কাভানিরা কেমন পারফ্রম করেন, তারজন্য নজর ছিল সবার। তবে এদিন দুজনের পারফরম্যান্স মন কাড়তে পারেনি দর্শকদের। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন করে উরুগুয়ে। কিন্তু রেফারি তা নাকচ করে দেন। এছাড়া গোটা ম্যাচ জুড়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি উরুগুয়ে। পরিসংখ্যান বলছে ৫ বার গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। ৯টি নিখুঁত ড্রিবলে প্রতিপক্ষের ডিফেন্সকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন আর্জেন্তেনীয় সুপারস্টার। আর গোল না পেলেও ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের জন্য ফের ম্যাচের সেরা হলেন মেসি।  আর্জেন্টিনার পরের আগামী ২২ তারিখ প্যারাগুয়ের বিরুদ্ধে। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait