জল্পনার অবসান, এটিকে-মোহনবাগান থেকে ইস্তফা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

জল্পনার অবসান, এটিকে-মোহনবাগান থেকে ইস্তফা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

স্পোর্টস ডেস্ক : অবশেষে জল্পনার অবসান। এটিকে মোহনবাগানের ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন মহারাজ। আরপিএসজি গ্রুপ কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লখনৌ ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে। আর তারাই আবার আইএসএল এর দল এটিকে মোহনবাগান চালায়। এই এটিকে মোহনবাগানের একজন ডিরেক্টর ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ। ফলে আরপিএসজি গ্রুপ আইপিএলের দল কিনতেই সৌরভ এর বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের প্রশ্ন উঠে যায়। আইপিএলে লখনৌ ফ্র্যাঞ্চাইজি কেনার পরেই শোনা গিয়েছিল যে এটিকে মোহনবাগানের ডিরেক্টরের পদ থেকে শীঘ্রই সরে যেতে পারেন সৌরভ।আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা কয়েকদিন আগে এ ব্যাপারে উত্তর দিতে গিয়ে একটি সংবাদমাধ্যমকে বলেন,”আমার মনে হয় সৌরভ মোহনবাগান থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন। তবে এটা সৌরভ ঘোষণা করলেই ঠিক হবে। আমি একথা আগে বলে দেওয়ার জন্য দুঃখিত।” 

ADVERTISEMENT
Swades Times Book

বুধবার এ ব্যাপারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমকে নিজের ছোট্ট উত্তরে জানিয়েছেন,”আমি পদত্যাগ করেছি”। প্রসঙ্গত ৭ হাজার ৯০ কোটি টাকার সবচেয়ে বেশি দর দিয়ে আইপিএলে দল কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। এবার তাই স্বার্থের সংঘাত এড়াতে ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ স্বয়ং।

বিগত কয়েক দিন ধরেই জল্পনা সৃষ্টি হয়েছিল যে এটিকে মোহনবাগান থেকে সরে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় কারণ সঞ্জীব গোয়েঙ্কা যিনি নিজেও এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত তিনি আইপিএল দল কিনেছেন। তাই স্বাভাবিকভাবেই সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করতে শুরু করেছিল। সেই প্রেক্ষিতেই আর বেশি বিতর্ক যাতে সৃষ্টি না হয় তাই নিজেই সরে দাঁড়ালেন মহারাজ। তবে এই প্রথম সৌরভকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়নি। বিসিসিআই সভাপতি থাকাকালীন তিনি আইপিএল দল দিল্লি ক্যাপিটালস সেন্টার পদে ছিলেন। সেখান থেকে অবশ্য সরে গিয়েছিলেন পরে। এবার আইএসএল দল এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। প্রসঙ্গত এই দলের অন্যতম ডিরেক্টররা হলেন সঞ্জীব গোয়েঙ্কা, উত্‍সব পারেক, দেবাশীষ দত্ত, সৃঞ্জয় বসু।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait