মুখ্যমন্ত্রীর শটে ডুরান্ডের সূচনা, প্রথম ম্যাচেই জিতল মহামেডান

মুখ্যমন্ত্রীর শটে ডুরান্ডের সূচনা, প্রথম ম্যাচেই জিতল মহামেডান

ময়দান আপডেট: ১৩০ তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মহমেডান স্পোর্টিং-এয়ার ফোর্স। তবে যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। অনুষ্ঠানের একদম সূচনায় মার্চ পাস্ট। এরপর মুখ্যমন্ত্রী মাঠে প্রবেশ করতেই দেখা গেল নৌবাহিনী, স্থল বাহিনী আর বায়ু সেনার তিনটি কপ্টারের পুষ্পবৃষ্টি। এরপর মুখ্যমন্ত্রীর শটে খেলা শুরু ডুরান্ড কাপের। সেনাবাহিনীর আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনে হেলিকপ্টার থেকে হল পুষ্পবৃষ্টি। রবিবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ যুবভারতীতে পা রাখেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মাঠে প্রথমে দুই দলের ফুটবলারদের সঙ্গে দেখা করেন মমতা। তারপরই নেন ফুটবলে শট। যুবভারতীর পাশাপাশি খেলা হবে কল্যাণী স্টেডিয়াম এবং মোহনবাগান মাঠেও। ডুরান্ডের শুরুতে অল্প সংখ্যক দর্শককে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়েছে। তবে পরে পরিস্থিতি বুঝে ধীরে ধীরে পঞ্চাশ শতাংশ দর্শক স্টেডিয়ামে ঢোকার অনুমতি পেতে পারেন। তবে পুরোটাই নির্ভর করছে সেই সময় কোভিড পরিস্থিতি কোন অবস্থায় থাকবে তার উপর। 

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

সেনার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ১৬ দল। ডুরান্ড কাপের ১৬টি দলের মধ্যে বাংলা থেকে খেলছে একমাত্র মহামেডান স্পোর্টিং । এএফসি কাপের জন্য ডুরান্ডে খেলতে পারছে না এটিকে মোহনবাগান । এবং ঠিক সময়ে দল তৈরি হয়নি বলে নেই এসসি ইস্টবেঙ্গলও। ১৬টি দলকে মোট চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ স্টেজ পর্বের পর কোয়ার্টার ফাইনাল শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। দু’টি সেমিফাইনাল ২৭ এবং ২৯ সেপ্টেম্বর। ফাইনাল ৩ অক্টোবর। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হবে মোট ১৪টি ম‌্যাচ। মোহনবাগান মাঠে হবে ৯টি ম‌্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হবে ৮টি ম‌্যাচ। উদ্বোধনী ম্যাচে এয়ার ফোর্সকে ৪-১ গোলে উড়িয়ে দিল মহমেডান স্পোর্টিং। সাদা-কালোর হয়ে দুরন্ত পারফরম্যান্স আজহারদের। খেলার ১৮ মিনিটে মিলন সিংয়ের গোলে শুরুতে এগিয়ে যায় চের্নিশভের দল। ৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন অরিজিত্‍ সিং। প্রথমার্ধের শেষ লগ্নে আজহারউদ্দিন মল্লিকের গোলে ৩-০ এগিয়ে যায় মহমেডান স্পোর্টিং। ৭৭ মিনিটে এয়ার ফোর্সের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মার্কাস যোশেপ।কলকাতা লিগে  দুরন্ত ছন্দে আছে মহমেডান স্পোর্টিং। লিগের দুটো ম্যাচেই জিতেছেন স্তোজানোভিচরা। ডুরান্ডেও জয় দিয়ে যাত্রা শুরু।

এ দিন ম্যাচের সেরা হন সার্বিয়ান ফুটবলার নিকোলা স্তোজানোভিচ। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। আইএসএলের এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসির মতো দলগুলো খেলছে এ বারের ডুরান্ডে। যদিও ফ্র্যাঞ্চাইজি দলগুলির বেশিরভাগ রিজার্ভ ফুটবলারই খেলবে ঐতিহ্যশালী ডুরান্ডে। গতবারের চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি এবং আই লিগের সুদেবা এফসি খেলবে ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টে। 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait