রাত পোহালেই রবিবাসরীয় ভারত-পাক ডুয়েল, দল ঘোষণা পাকিস্তানের

রাত পোহালেই রবিবাসরীয় ভারত-পাক ডুয়েল, দল ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। তার আগে, শনিবার, হাই-ভোল্টেজ ম্যাচের দল ঘোষণা করল পাকিস্তান। আগামিকাল, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দল অনেকটা এরকম। দলে থাকছেন-- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জমন, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান (সহ-অধিনায়ক), হাসান আলি, শাহিন আফ্রিদি, হরিস রউফ ও হায়দার আলি। বিরাট ব্রিগেডে মেন্টর ধোনির উপস্থিতি প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে যথেষ্ট।  দলে তারুণ্য, অভিজ্ঞতার মিশেল। হার্দিক আদৌ বোলিং করবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলত, প্রথম একাদশে ঢোকার ব্যাপারে অশ্বিনের থেকে কিছুটা এগিয়ে বরুণ চক্রবর্তী। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচটিতেই জয় ভারতের। অন্যদিকে, দল নির্বাচন থেকে বোর্ডের অন্তর্কলহ নিয়ে জেরবার পাকিস্তান। টিমকে শুধু স্বপ্ন দেখাচ্ছে বাবর আজমের অবিশ্বাস্য ফর্ম।  খাতায়-কলমে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে চাপ সামলে সেরা পারফর্ম যারা করবে, ম্যাচ তাদেরই, মানছেন বিশেষজ্ঞরা. রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। পাক ক্যাপ্টেন বাবর আজম অতীতের সমস্ত পরিসংখ্যান ভুলে যেতে বলেছেন। তার কথায় রবিবার ম্যাচের পর শেষ হাসি তারাই হাসবেন। এই মহাম্যাচের আগে দু দলের খেলোয়াড়রাই চাপের মধ্যে রয়েছেন। ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে দু দেশের সমর্থকদের মধ্যে। এই পরিস্থিতিতে পাক অধিনায়কের ভবিষ্যৎবাণী কতটা যুক্তিযুক্ত সেটা শুধু সময় বলতে পারবে।

ADVERTISEMENT

তবে এই ম্যাচের আগেই ভারতের চার বোলার জাতীয় দলের কাজ শেষ করে সৈয়দ মুস্তক আলি ট্রফি খেলার জন্য দেশে ফিরে এল। এই চার বোলার হলেন করণ শর্মা, শাহবাজ আহমেদ, কৃষ্ণাপ্পা গৌতম এবং অল রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। এঁরা প্রত্যেকেই জাতীয় দলের সঙ্গে ছিলেন নেট বোলার হিসেবে। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই এঁদের ভারতের ফেরত্‍ পাঠানোর আসল কারণ হল, যাতে ভেঙ্কটেশ আইয়াররা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নিতে পারে। ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়াটা প্রতিভাবানা তরুণ বোলারদের ক্যারিয়ারে উন্নতির জন্যই প্লাস পয়েন্ট। তবে চার ফাস্টবোলার আবেশ খান, উমরান মালিক, হর্ষল প্যাটেল, লুকম্যান মেরিওয়ালাদের রেখে দেওয়া হয়েছে। বিসিসিআই-এর এক সিনিয়র অফিসিয়াল পিটিআই-কে বলেছেন, ‘এই গরমের মধ্যে অপশনাল প্র্যাক্টিসের জন্য এত স্পিনার আমাদের লাগবে না।’ ভারত পাকিস্তান খেলা মানেই সবসময় স্নায়ুর লড়াই। অধিনায়ক হিসাবে বিরাটের শেষ টি-২০ বিশ্বকাপ এটি। অধিনায়ক হিসাবে ICC টুর্নামেন্টে বিরাট তেমন সফলও হননি।

করোনা আবহে দ্য এমিরেটস ক্রিকেট বোর্ড  কিছু সংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিয়েছে। কেউ কেউ গ্যালারিতে বসে খেলা দেখার আনন্দ নিচ্ছেন, আর কেউ কেউ বেছে নিয়েছেন মাঠের বিশেষ বক্স সিট। সামাজিক-দূরত্ব বজায় রেখে ছোট ছোট পরিখা দিয়ে ঘেরা এক সঙ্গে দু'জনের মতো বসার বিশেষ আয়োজন করেছে ইসিবি। যা দেখে রীতিমতো চমকেছেন নেটিজেনরা। সাধারণত ক্রিকেট মাঠে বসার এরকম ব্যবস্থা দেখা যায় না। যা দেখা গিয়েছে এদিন। আর এই ছবি টুইটারে শেয়ার করেছেন সাংবাদিক রশন আলম।সুইমিং পুলে শরীর চুবিয়ে খেলা দেখা যায় অস্ট্রেলিয়ার গাবায়। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে রয়েছে ৩২ হাজার লিটারের ইনফিনিটি পুল ডেক। যেখানে অনেকেই অন্য ভাবে ক্রিকেট দেখা উপভোগ করে থাকেন। তবে বিদেশের একাধিক মাঠে বাউন্ডারি লাইনের বাইরের বিস্তৃত এলাকায় বসে বা গা এলিয়ে খেলা দেখার ব্যবস্থা রয়েছে।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait