কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে মেসি বনাম নেইমার 

কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে মেসি বনাম নেইমার 

 

স্পোর্টস ডেস্ক:  মেসি স্বপ্ন দেখেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করার।  ২০১৬ সালে কোপার ফাইনালে চিলির কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ফলে তখন দেখেই মেসির স্বপ্ন আর্জেন্টিনাকে একদিন কোপা চ্যাম্পিয়ন করার। আবারও একটা ফাইনাল, ফলে আবারও মেসির কাছে একটা সুযোগ। বুধবারের সকালে কোপার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ থাকার পর, সরাসরি খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৩-২-এ গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

 খেলার সাত মিনিটেই লতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় মেসিরা। বল নিয়ে কলম্বিয়ার বক্সের মধ্যে ঢুকে মেসি দেখেন তিন জন ডিফেন্ডার তাঁকে ঘিরে ফেলেছে। কিন্তু মার্টিনেজ অরক্ষিত। মেসি পাস বাড়িয়ে দেন তাঁকে। এ বার আর ভুল করেননি মার্টিনেজ। কলম্বিয়ার গোলরক্ষক অস্পিনাকে কোনও সুযোগই দেননি তিনি। প্রথমার্ধে ব্যবধান ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে অবশ্য গোল করে খেলায় সমতা ফেরায় কলম্বিয়ার লুই ডায়াস। পরিবর্ত হিসেবে নামা এডউইন করডোনা সামনের দিকে বাড়িয়ে দেওয়া লম্বা থ্রু বক্সের মধ্যে ধরেন দিয়াজ। গতিতে পরাস্ত করেন আর্জেন্টিনার ডিফেন্ডার পেজেল্লাকে। পড়ে যাওয়ার আগের মুহূর্তে ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন দিয়াজ। চাপ বাড়িয়ে দেন নীল-সাদা জার্সিধারীদের শিবিরে। তারপর আর গোলমুখ গোলমুখ খুলতে পারেনি কোনও দলই। ফলে ম্যাচ অতিরিক্ত সময় পেরিয়ে গড়ায় ট্রাইবেকারে। সেখানেই ৩-২ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। 

ADVERTISEMENT

তবে এবার ফাইনালে ভয়ঙ্কর লড়াইয়ের অপেক্ষা। মেসি বনাম নেইমার। বিশ্বমানের লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। ১১ জুলাই রবিবার ভোরে কোপার ফাইনালে হাইভোল্টেজ ডুয়েল ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের। মেসিরা ফাইনালে ওঠায় দলমত নির্বিশেষে খুশি ফুটবল প্রেমীরা। এখন দেখার সাম্বার রণনীতিকে পরাস্থ করে মেসি ম্যাজিকে আর্জেন্টিনার কোপা জয়ের স্বপ্ন পূরণ হয় কিনা! 
 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait